দু মুঠো ভাতের জন্য
রাত দিনের একটা কাজের মেয়ে রেখেছিলাম।
খাওয়া দাওয়া দেওয়ার কথা ছিল না- মায়া লাগতো- দিতাম দু বেলা দু মুঠো।
অনেক কাজ করে দিতো- এত কাজ করার কথা ছিল না।
বিছানা করা, বাজার দোকানও, রুটি বেলা, বোতাম বসানো।
মুছে দিতো মৃত বাবার ফটো।
মানুষ খারাপ হয় না- বিশ্বাস রাখাটা দরকার।
ডেঙ্গু হল। সেবা পেলাম, যেন নিজের মেয়ে।
আমি উঠে বসলাম, ও জ্বরে পড়লো। সেবা করার সুযোগ দিল না।
রুগ্ন ছিল। লড়তে পারলো না। বসে আছি আরেকটা মেয়ের পথ চেয়ে।
খাওয়া দাওয়া দেওয়ার কথা ছিল না- মায়া লাগতো- দিতাম দু বেলা দু মুঠো।
অনেক কাজ করে দিতো- এত কাজ করার কথা ছিল না।
বিছানা করা, বাজার দোকানও, রুটি বেলা, বোতাম বসানো।
মুছে দিতো মৃত বাবার ফটো।
মানুষ খারাপ হয় না- বিশ্বাস রাখাটা দরকার।
ডেঙ্গু হল। সেবা পেলাম, যেন নিজের মেয়ে।
আমি উঠে বসলাম, ও জ্বরে পড়লো। সেবা করার সুযোগ দিল না।
রুগ্ন ছিল। লড়তে পারলো না। বসে আছি আরেকটা মেয়ের পথ চেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চিরন্তন ২৯/০১/২০২১চমৎকার ভাবনা
-
ইতি হালদার ২৮/০১/২০২১সুন্দর লেখা......।, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
-
ফয়জুল মহী ২৭/০১/২০২১চমৎকার লিখেছেন, পাঠে মুগ্ধ হলাম শুভকামনা ও দোয়া রইলো আপনার জন্য
-
সিন্ধু সেচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/০১/২০২১বেশ
-
সাখাওয়াত হোসেন ২৬/০১/২০২১দারুণ লেখনি। শুভকামনা জানাই অবিরাম।
-
আলমগী সরকার লিটন ২৬/০১/২০২১বেশ ভাবনা
-
Swapon Rozario ২৫/০১/২০২১Excellent
-
সাখাওয়াত হোসেন ২৫/০১/২০২১দারুণ আবেগময় লেখনি ।