www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মদের ভাঙা বোতল

বান্ধবীর জন্মদিন |
বন্ধু তার কোনও এক দূরের বন্ধুকে নিয়ে এসেছে,
পরের জন মেয়েটিকে চেনেও না |

বহু ছেলে মেয়ের সমাগম |
কেক, বেলুন, হাততালি,
পরে জমিয়ে খাওয়া দাওয়া,
বিদায়...
তবে এখানেই শেষ নয়!

চাঁদের আলোয় লনে মদের পার্টি- স্টেটাস!
তারপর বচসা, মারামারি, খুন...

কে কেন ডেকে নিয়ে গেল ওকে?
কে মরণ ফাঁদ পাতলো ওর জন্য?
কে কেন মারলো ওকে?
কেনইবা ও ওখানে গেল?

মেয়েটার বাবা সাহিত্যিক-
হাসপাতালে পৌঁছে দিয়েই সব দায় সারতে চায় |
মৃতের বাবা নেই,
মা খবর পেয়ে আধমরা |

তদন্ত হচ্ছে, হোক, হোক তদন্ত...

নৃশংসতা চরমে-
উঠতি ছেলে মেয়ে রক্ত ছাড়া কিছু বোঝে না!
মদের ভাঙা বোতল এখানে নিমিত্ত অস্ত্র মাত্র!
হিংসার বীজ পোঁতা আর চারা গাছ পোঁতা
এক জিনিস নয়-
প্রথমজন প্রাণ নেয়, দ্বিতীয়জন প্রাণ দেয় |

পার্টিতে ছেলেটা ছিল একদম অচেনা,
পুলিশ কী তার চেনা খুনীকে চিনতে পারবে?

খবরের কাগজে মাতামাতি |
ফেসবুক বলছে, 'বড়লোকের নষ্ট ছেলে স্ফূর্তি করতে গিয়ে মরেছে,
তাকে নিয়ে আবার মাতামাতি' |

অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত- কোনটা?
সময়ে জানা যাবে |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast