www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঁধভাঙা

ধৈর্যের বাঁধ ভাঙে যেমন বর্ষার বন্যা
তীর বেগে ঢুকে পড়ে নিশ্চিন্ত জনপদে |
শান্তি ভেসে যায় পার্টির বচসার জেরে
সদ্য খুন হওয়া ক্যাডারের মৃতদেহের মতো |
জনপদ ভেসে যায় যেমন চিতাভস্ম ধুয়ে দেয়
সদ্য পিতৃহারা যুবক |

অপেক্ষা করতে করতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে-
সময় দাঁড়ায় না কারণ সে বন্যার মতোই বন্য:
তাই মানুষের অক্লান্ত অপেক্ষা তার বুকে ঠাঁই পায় না |

অপেক্ষমান মানুষ চুপচাপ বসে থাকে-
বাইরে থেকে তাকে দেখলে শান্ত মনে হয়
কিন্তু তার অন্তরে ধৈর্য বাঁধভাঙা বন্যার মতোই আগ্রাসী হয়ে ওঠে-
নিজের হৃদয়ে নিয়েই ঠাঁই পায় না মানুষ,
যেমন যুদ্ধে পরাজিত রাজা নিজের রাজ্য ছেড়ে
বনবাসের উদ্দেশ্যে রওনা হন সর্বহারার বেশে |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast