www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোড়ের মাথা

মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি-
তিন দিকে তিনটে রাস্তা গেছে:
কোন দিকে পা বাড়াবো তা বুঝতে পারছি না...
অপেক্ষা করছি সময়ের জন্য-
পায়রা যে ভাবে এক গ্রাম থেকে অন্য গ্রামে চিঠি নিয়ে যায়,
ঠিক সেই ভাবেই সময় উত্তরটা নিয়ে আসবে!

আমি মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি
আর এক এক বার এক একটা রাস্তার দিকে দেখছি-
বুঝতে পারছি না যে কোন রাস্তাটা কত দূর গেছে |

দাঁড়িয়ে আছি সময়ের জন্য
কিন্তু সে তো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে-
সে ছুটে আসবে আমার কাছে সফলতার খবর নিয়ে |
তারপর আমি ছুটে যাব একটা রাস্তা দিয়ে
আর একটা মোড়ের দিকে-
এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে পাড়ি জমাবো |

এই মোড়ের মাথায় প্রচুর দুর্ঘটনা ঘটে,
তাই সাবধানতা ও সচেতনতা উভয়ই অবলম্বন করতে হয় |
আমি দাঁড়িয়ে আছি একটা বট গাছের ছায়ায়,
যে গাছের চারাটা মা বাবা বহুকাল আগে যত্ন করে পুঁতেছিলেন |

সফলতা আসবেই আসবে কারণ সময়ে কাজ করলে,
সময় কখনও বিশ্বাসঘাতকতা করে না |
শুধু অপেক্ষা করার ধৈর্য যেন না হারাই আমি |
বট গাছের তলায় জিরিয়ে নিয়ে শুরু করবো আবার
ম্যারাথন রেস |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast