www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি অন্ধ নই

আমি অন্ধ নই-
সময় আমার দু চোখে ঠুলি বেঁধে দিয়েছে:
ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না |

জ্ঞানী মানুষেরা বর্তমানকেই চেনে |
অতীত তাদের কাছে মৃত |
আর ভবিষ্যৎ তাদের কাছে ত্যাজ্য |

সময় এখন আমার বর্তমানকেই জাগিয়ে রেখেছে |
অতীত আমার কাছে বিভীষিকা,
তাকে ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে |
ভবিষ্যৎ আমার কাছে ধোঁয়াশা-
চোখ নাক মুখ গলা চামড়া জ্বালা করে তাকে ভাবলেই |

বুদ্ধিমান মানুষ শুধু বর্তমানকে নিয়েই সন্তুষ্ট থাকে না-
সে অতীতকে শিক্ষক রূপে গ্রহণ করে
আর ভবিষ্যৎকে বলে রাত্রি শেষে সূর্যোদয় |

কিন্তু আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না |
অতীত আমাকে ত্যাগ করে চলে গেছে |
আর বর্তমান আমাকে শেয়াল কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে |

অপেক্ষা করছি সুসময় এসে কবে চোখের ঠুলি খুলে দেবে |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast