www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধুলো

বাচ্চাটাকে দেখি ধুলো মেখে বসে আছে |
ওর মা বাবা গর্ত খুঁড়ে রোজ কী সব কাজ করে-
শ্রমিকের কাজ...ও ধুলো মাখে
আর বসে বসে দেখে |

ধুলো হাতে নিয়ে ও ফুঁ দেয় |
ধুলো জিভে ঠেকায় |
ধুলো ছুঁড়ে মারে সূর্যের দিকে |
ধুলোতে আঁকিবুকি করে |
এটাই ওর শৈশব...

ওর ধুলোয় জন্ম, ধুলোয় বেড়ে ওঠা,
ধুলোয় পথ চলা, ধুলোয় মিলিয়ে যাওয়া...

আমি রোজ দেখি বাচ্চাটাকে-
মায়া হয় কিন্তু কী করবো?
ধুলো মাখা পরিকাঠামোটা বদলাতে যে পারি না!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast