ধুলো
বাচ্চাটাকে দেখি ধুলো মেখে বসে আছে |
ওর মা বাবা গর্ত খুঁড়ে রোজ কী সব কাজ করে-
শ্রমিকের কাজ...ও ধুলো মাখে
আর বসে বসে দেখে |
ধুলো হাতে নিয়ে ও ফুঁ দেয় |
ধুলো জিভে ঠেকায় |
ধুলো ছুঁড়ে মারে সূর্যের দিকে |
ধুলোতে আঁকিবুকি করে |
এটাই ওর শৈশব...
ওর ধুলোয় জন্ম, ধুলোয় বেড়ে ওঠা,
ধুলোয় পথ চলা, ধুলোয় মিলিয়ে যাওয়া...
আমি রোজ দেখি বাচ্চাটাকে-
মায়া হয় কিন্তু কী করবো?
ধুলো মাখা পরিকাঠামোটা বদলাতে যে পারি না!
ওর মা বাবা গর্ত খুঁড়ে রোজ কী সব কাজ করে-
শ্রমিকের কাজ...ও ধুলো মাখে
আর বসে বসে দেখে |
ধুলো হাতে নিয়ে ও ফুঁ দেয় |
ধুলো জিভে ঠেকায় |
ধুলো ছুঁড়ে মারে সূর্যের দিকে |
ধুলোতে আঁকিবুকি করে |
এটাই ওর শৈশব...
ওর ধুলোয় জন্ম, ধুলোয় বেড়ে ওঠা,
ধুলোয় পথ চলা, ধুলোয় মিলিয়ে যাওয়া...
আমি রোজ দেখি বাচ্চাটাকে-
মায়া হয় কিন্তু কী করবো?
ধুলো মাখা পরিকাঠামোটা বদলাতে যে পারি না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৩/২০২০ভালো
-
শাহীন রহমান (রুদ্র) ০৩/০৩/২০২০বাহ অনেক সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৩/২০২০ভালো।
-
শুভ্র নীল ০৩/০৩/২০২০ক্থা গুলো হৃদয়টাকে নাড়িয়ে দিয়ে গেল...
অসাধারন লেখনি -
মোহন দাস (বিষাক্ত কবি) ০৩/০৩/২০২০ভালো ।
-
আলমগীর সরকার লিটন ০৩/০৩/২০২০ধুলমাখা দিনগুলো বেশ মনে পড়ে
-
ফয়জুল মহী ০৩/০৩/২০২০অনন্যসাধারণ লেখা।