www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মায়া- পৃষ্ঠা ১

মায়া



ছোটর থেকেই ডানপিটে কিন্তু পরের জন্য কাঁদে প্রাণ |
নাম তার মায়া- বংশের একমাত্র মান ||
কোনও নীতির ধার ধরে না, নিজের নীতি নিজেই গড়ে |
অন্যের বিপদে আপদে সদা ঝাঁপিয়ে পড়ে ||
পাড়ার ছেলে, অজিত- বন্ধু খুব প্রিয় |
তারা নীচু কুল, মায়া উগ্র ক্ষত্রিয় ||
জাতপাত মানে না মায়া, মানুষ সবার উপর |
ভেদাভেদটা অধর্ম- মানুষের ভিড়েই ভগবানের ঘর ||
মা বাবা তাকে করেছিল মানা |
বংশের মুখে চুনকালি, বলে গেছেন খনা ||
খনাকে সে দেখেনি, মনুকেও নয় |
ধর্মের বিধি নিষেধকে নেই কোনও ভয় ||
অজিত ভালো ছেলে, তারই বিপরীত |
উচ্চবর্ণের বিরুদ্ধে গায় সাম্যবাদের গীত ||
সবার ধমনীতে লাল রক্ত, সবার চামড়ায় নোনা ঘাম |
তবু সব জীবনের জন্য নেই কেন সঠিক দাম ||
ভয় দেখিয়ে শোষণ শাসন সবথেকে বড় অধর্ম |
লোভের বশে হিংসুটে মানুষ খুলে নেয় গরীবের চর্ম ||
মায়াকে অজিত পেয়েছে পাশে- এটাই বড় পাওয়া |
একসাথে লড়বে মানুষের তরে- হারিয়ে না যাওয়া ||
মায়াও খুব খুশি- মানুষের তরে করবে কাজ |
বংশকে সে দেয় না পাত্তা- নেই তার লাজ ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast