www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিনটি কবিতা

কবিতাঃ শীতের উষ্ণতা

এ বুঝি পৌষ এলো পথে ঘাটে মাঠ প্রান্তে;
মাঘের গাঁয়ে আর্তনাদের চুমু দিয়ে চুমু দিয়ে-
হাড় কাঁপছে-মান কাঁপছে; কাঁপছে প্রাণপ্রিয়
স্বদেশ ভূমি, মনটাও যে কুয়াশায় ঢাঁকছে।
তবুও আজ হরেক রকম পিঠাপুলি খাওয়ার
ধুম পরেছে, থামবে না কভু থামবে না?
কি অপরূপ মৌসুমীবায়ুর এ সোনার বাংলা।
নগ্ন মাতাল এ শীতে, কটু চাই রোদ্র মায়া;
দুর্গন্ধ ধূলি মাখা এ উঠানে আর কত-ছিঁরা
চাদর গায়ে থাকতে হবে অপেক্ষা- অপেক্ষা;
এ শীতে উষ্ণতা চাই-এ শীতে উষ্ণতা চাই,
শিমুল,কাঁবাশ তুলার চাদরে ঢেঁকে যাক পূর্ণতা;
সারি বাঁধা কলাগাছ,কলাপাতার ফাঁকে ফাঁকে-
ঐ রক্তিম সূর্য উঠুক-শুধু গোলাপের স্নিদ্ধতা।

এই কবিতাটি গত ২২/০১/২০১৪ইং তারিখে যুগান্তর পত্রিকায়
প্রকাশ হয়েছে--


লেখার তারিখঃ ২৪/১২/১৩


কবিতাঃ সবুজ ধূসর মাটি

ঐ দূরের চাঁদতারার ফাঁকে নীল!
এ মনের মাঝে কি আঁকা বাঁকা ঝিল?
শীতের কুয়াশার সাদা বরফ ধোঁয়া
সতিই মাটির নেই একচুল মায়া;
ছড়াছে গোলাপের অপরূপ গন্ধ
বন্ধু তোর দ্বার কেনো বন্ধ বন্ধ?
তবে কি?চিরস্থায়ী নীল আঁধার;
একপাশে অন্তজ্বালা,সবুজ মাটি অন্ধ।

লেখার তারিখঃ ৩০/১২/১৩


কবিতাঃ একফোটা বিষন্ন জল

একটি নিঃচুপ বিমুগ্ধ সকাল তখন
এ বুঝি রোদের মিষ্টি ছড়া ক্ষন-
হাওয়া ভাসে, পাখিরা উড়ছে
গোলাপ ফুটছে, কৃষ্ণচূড়ার দুলছে
বট বৃক্ষের পাতা গুলো ঝরছে
রাশি রাশি জমাট বাঁধা বৃষ্টি;
বুঝে না কালো গুরগুর মেঘ সৃষ্টি।
অনুরাগ গগনে বিদ্যুৎ চমকানো
জ্বলে গেল অনাতৃপ্ত কণ্ঠনালী;
কখন যেন একটু মৃদূ স্পর্শ ছুঁয়া-
বাঁশবাগানের চিকন কঞ্চির অচমকা
আওয়াজ;হঠাৎ সাদৃশ্য ভূমিকম্পন হল
সেই থেকে শুরু স্মৃতির পাতায় ছায়া;
জেগে থাকা,সাড়া উঠানে বিষন্ন জল।

লেখার তারিখঃ ৩১/১২/১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শুধুই মুগ্ধতা
 
Quantcast