www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

২১শে ফেব্রুয়ারি যুদ্ধ হয়েছিলো

মহান একুশে ফেব্রুয়ারি সম্পর্কে নয়, আজ লিখতে বসেছি ২১ শে ফেব্রুয়ারি সম্পর্কে আমরা কতটুকু জ্ঞান রাখি সে সম্পর্কে । এই বিষয়টি লেখার ইচ্ছাটা সৃষ্টি হয়েছে মূলত আমার ল্যাপটপ ঘাটতে গিয়ে । আমার সংগৃহীত বেশ পুরনো একটা ভিডিও চোখে পড়ার পর, তখনই মনে হল কিছু একটা না লিখলেই নয় । ভিডিওটি ‘সময় টেলিভিশনের’ ধারণকৃত । ভিডিওটি দেখলে আমার মতো আপনিও রীতিমতো আশ্চর্য হবেন এই ভেবে যে “২১ শে ফেব্রুয়ারি সম্পর্কে আমাদের তরুন প্রজন্মের, স্কুল পড়ুয়া বাচ্চাদের এবং আমাদের অভিভাবকদের কতটুকু জ্ঞান আছে” ।

“৫২’র একুশে ফেব্রিয়ারিতে কি হয়েছিলো ?”শিরোনামের ঐ ভিডিওটিতে সময় টেলিভিশনের এক সাংবাদিক অনেকের কাছে এই প্রশ্নটি করেছিলেনঃ ‘আজ মহান ২১শে ফেব্রুয়ারি কেন জানো ? কি হয়েছিলো সেইদিন ?’

প্রথমে প্রশ্ন করা হয় স্কুলে পড়া এক বাচ্চাকে। তার উত্তরঃ ‘সে দিন যুদ্ধ হয়েছিলো ।’

দ্বিতীয়ঃ প্রশ্ন করা হয় ২২-২৩ বছরের এক মেয়েকে । তার উত্তরঃ ‘ ভালো করে বলতে পারবো না।’

৩য় জনঃ ঐ মেয়ের সাথে থাকা তার মা ( সম্ভবত, সিওর না ) ।তার উত্তরঃ ‘আমরা সবসময় তো ২১ শে ফেব্রুয়ারিতে আসি। সবসময় যারা আত্ম করেছে, তাদের জন্য ।’ তখন সাংবাদিক আবার তাকে প্রশ্ন করেন-‘ কোথায় এবং কি হয়েছিলো এই দিনে ?’ তখন তিনি উত্তর দেনঃ ‘না, সেটা তো ঠিক সিওর আমি বলতে পারবো না !’

৪র্থ জন হলেন একজন ২৬-২৭ বছরের তরুন যুবক। তার উত্তর সবচেয়ে মারাত্মক। তিনি বলেনঃ‘এটা আমাদের অনেক যুদ্ধের পর, আমাদের এই ৭ মাস যুদ্ধের পর আমরা এই স্বাধীনতা অর্জন করি।’ সাংবাদিক তখন তাকে প্রশ্ন রাখেন- ‘২১ শে ফেব্রুয়ারি স্বাধীনতা অর্জন করেছেন ?’ তার উত্তর- ‘হ্যাঁ’ । সাংবাদিক আবার তাকে প্রশ্ন করেন- ‘আমরা কি জন্য ২১ শে ফেব্রুয়ারি পালন করি ?’ তিনি উত্তর দেনঃ ‘আমরা আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধা মারা গেছে এই দিনে। তার জন্য আমরা এই দিনটিকে খুব শোক হিসেবে পালন করি।’

৫ম জন এক ২৩-২৪ বছরের ছেলেঃ ‘ একুশে ফেব্রুয়ারি ওমর শহীদের রক্তে রাঙানো ।’ সাংবাদিক-‘ কি হয়েছিলো সেদিন?’ ছেলে-‘ সেদিন জাস্ট যুদ্ধ হয়েছিলো’

৬ষ্ঠ একটি বাচ্চাঃ ‘এখানে আমাদের ভাষা নিয়ে মারামারি, মানে আমরা আমাদের ভাষার জন্য যুদ্ধ করেছি।’ সাংবাদিক-‘কার সাথে, কোথায় যুদ্ধ করেছো ?’ বাচ্চাঃ‘এতকিছু আমি জানি না।’

এরপর আরও দুটি বাচ্চার কাছে জানতে চাওয়া হয় । তাদের সোজা উত্তর-‘আমি বলতে পারি না ভাইয়া’ ।

এই যদি হয় আমাদের জ্ঞানের লেভেল, তবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি শিক্ষা দেব ? আগামীতে আমাদের সন্তান, নাতী-নাতনীরা যদি আমাদের কাছে জিজ্ঞেস করে ২১শে ফেব্রুয়ারি কি?/মুক্তিযুদ্ধ কি ? তবে আমরা তাদের প্রশ্নের কি জবাব দিবো ?

আরও ভাবার বিষয় হচ্ছে আমরা তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের ইতিহাস সম্পর্কে কি শিক্ষা পাচ্ছি? আমরা যদি আমাদের অতীত সম্পর্কে না-ই জানি,তবে আমাদের মাঝে দেশপ্রেম জাগ্রত হবে কি করে? আমরা তো আমাদের ইতিহাস-ই জানি না ।
সময়ের পরিবর্তনের সাথে সাথে মনে হচ্ছে, এখনই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল বিভাগের সকল ছাত্র-ছাত্রীর জন্য বাংলাদেশের ইতিহাস বিষয়ক একটি বই বাধ্যতামূলক করা । নইলে, হয়তো এমন একটা সময় আসবে যখন আমরা,শুধু মুখেই বাঙ্গালী থাকবো কিন্তু বাঙ্গালীর চেতনা, জাতীয়তাবাদ,সংস্কৃতি, ইতিহাস বলতে কিছুই থাকবে না । মুক্তিযুদ্ধ নিয়ে লাফালাফি হবে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল?কেন,কি কারনে আমাদের শহীদ বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য আত্মত্যাগ করে গিয়েছেন সেটা সম্পর্কে আদৌ কেউ কিছু বলতে পারবে না ।

আমরা স্বপ্ন দেখি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, সোনার বাংলা গড়ে তোলার । যদি আমাদের স্বপ্নের সেই সোনার বাংলা গড়ে তুলতে হয় তবে, এই বিশাল জনশক্তিকে প্রথমেই শিক্ষিত করে তুলতে হবে, তাদের মনে জাগিয়ে তুলতে হবে দেশপ্রেম, যার কোন বিকল্প নাই।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৯০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে এইচ মাহাবুব ১০/০২/২০১৪
    আপনার লেখা ভালো লাগলো ।আমাদের ‘সপ্ন পূরণ’ নামে একটি ব্লগ রয়েছে আপনি যদি তাতে লেখা প্রকাশ করতে চান তাহলে লেখা পাঠাতে পারেন এই ঠিকানায় : ই-মেইল : [email protected] আপনার লেখা আমরা বিশ্বস্থতার সাথে মডিরেটেরর
    মাধ্যমে তা-প্রকাশ করবো । আপনার লেখা প্রকাশ হলে আপনাকে ইমেইলের মাধমে তা- জানানো হবে ।
    http://shapnopuron.blogspot.com/
  • প্রবাসী পাঠক ০৫/০২/২০১৪
    ভিডিও টি দেখি নি কিন্তু যে বর্ণনা পড়লাম ,সত্যিই লজ্জাজনক।
  • অনিত্য ০৫/০২/২০১৪
    ভিডিওটা আমিও দেখেছিলাম। অত্যন্ত লজ্জার ও দুঃখজনক ব্যপার এটা।
 
Quantcast