অন্তঃপুরের যুদ্ধ
ব্যাকুল মন বাঁধা মানে না
বুকের পাজরে দহন জানে না
যত ক্ষত অবিরত পোড়ায়
মন তার খোঁজ রাখেনা হায়।
ব্যাকুল মন কথা শোনে না
কূপমন্ডুক করে কত প্রতারণা
তবু মন রণক্ষেত্র ছাড়ে না
নীরবে আঁকে যুদ্ধের আল্পনা।
ব্যাকুল মন হয়ে থাকে উন্মনা
কাটখোট্টা সময়ের আনাগোনা
তবু ক্ষ্যাপা মন খোঁজ রাখে না
সাজায় স্বপ্ন বাসর শত কল্পনা।
ব্যাকুল মন অবুঝ সারাক্ষণ
বোঝেনা কূপমন্ডুকের আলোড়ন
ক্ষণে ক্ষণে তাই বেদনার আলিঙ্গন
পায়ে পায়ে সংগ্রাম চলছে অনুক্ষণ।
ব্যাকুল মন সংগ্রামী আমরণ
যুদ্ধ করে যাবেই সে সারাক্ষণ
পরাজয়েও সে হাল ছাড়ে না
বাজায় নতুন যুদ্ধের নব বাজনা।
বুকের পাজরে দহন জানে না
যত ক্ষত অবিরত পোড়ায়
মন তার খোঁজ রাখেনা হায়।
ব্যাকুল মন কথা শোনে না
কূপমন্ডুক করে কত প্রতারণা
তবু মন রণক্ষেত্র ছাড়ে না
নীরবে আঁকে যুদ্ধের আল্পনা।
ব্যাকুল মন হয়ে থাকে উন্মনা
কাটখোট্টা সময়ের আনাগোনা
তবু ক্ষ্যাপা মন খোঁজ রাখে না
সাজায় স্বপ্ন বাসর শত কল্পনা।
ব্যাকুল মন অবুঝ সারাক্ষণ
বোঝেনা কূপমন্ডুকের আলোড়ন
ক্ষণে ক্ষণে তাই বেদনার আলিঙ্গন
পায়ে পায়ে সংগ্রাম চলছে অনুক্ষণ।
ব্যাকুল মন সংগ্রামী আমরণ
যুদ্ধ করে যাবেই সে সারাক্ষণ
পরাজয়েও সে হাল ছাড়ে না
বাজায় নতুন যুদ্ধের নব বাজনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৮/০৫/২০২৩অপূর্ব
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৩/২০২৩খুব সুন্দর করে বললেন!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৩/২০২৩সুন্দর
-
আলমগী সরকার লিটন ১৪/০৩/২০২৩অসাধারণ এক অনুভব
-
Md. Rayhan Kazi ১৪/০৩/২০২৩বাহ্ চমৎকার রচিলেন
-
ফয়জুল মহী ১৪/০৩/২০২৩অসাধারণ লেখা, খুব ভালো লাগলো।
শুভকামনা রইল।