www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কি বিচিত্র এ দেশ

সত্য সেলুকাস,
কি বিচিত্র এ দেশ!
এখানে গণতন্ত্রের ভোট
মহোৎসব হয় ;
মানুষের শোনিতসিক্ত
বেদনাহত কান্নায়।

সত্য সেলুকাস
কি বিচিত্র এ দেশ!
সুমহান এ প্রজাতন্ত্রের দেশে;
দিশাহীন-আশাহীন জীবনে
বিভেদের ঐক্যবীজমন্ত্রে
মরছে মানুষ অক্লেশে।

সত্য সেলুকাস
কি বিচিত্র এ দেশ!
হেথা লোকতন্ত্র প্রতিষ্ঠায় অনিবার
‘অক্ষমের বক্ষ হতে রক্ত চুষি’
অ-বাধ মত-যুদ্ধে মত্ত নরনারীর;
জীবন ঘেরিছে ঘনঘোর আঁধার।

সত্য সেলুকাস
কি বিচিত্র এ দেশ!
জাগিবে তবে আর কবে ;
যেথা বুঝিবে সকলেই
‘ভয়হীন দ্বিধাহীন মৃত্যুহীন বীর সব্যসাচী’
প্রকাশিত চাই মানুষেরই বেশে।

লোভ রিপু নাশি
‘মূক সবে-ম্লানমুখে ভীত নতশির'
যেদিন বুঝিব মোরা একতার বারতা,
গণতন্ত্রের শুভ্র স্রোতবারিধারায়;
‘উদার ছন্দে-পরমানন্দে’ হৃদয়তন্ত্রে
পাইব যে তব সত্য জনাদেশ।

সত্য সেলুকাস
কি বিচিত্র এ দেশ!


রচনাকাল.......০৮/০৭/২০২৩
বাংলা- ২২শে আষাঢ় ১৪৩০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast