www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকে চাই হে কবীন্দ্র

( বিশ্ববন্দিত কবি কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য)

সার্ধ-শতবর্ষ পরেও
বিপন্ন মানবতা।
'মূঢ়, ম্লান মূক, ভগ্ন আশা'
ধর্মের হানাহানি বহমান।
'সংকোচের বিহ্বলতা' কাটিয়ে
নিজেকে জয় করতে পারিনি।
চোখের সামনে---------
হাজারও অন্যায় দেখেও
সহে চলি অবিরত। ভুলেছি
তব বাণী।

আজও আমার দেশ
নিরন্ন আর বুভুক্ষা পূর্ণ।
রত্ন-প্রসবা বঙ্গ জননীর
'লক্ষী ছেলে'রা 'বাঙ্গালী'ই রয়ে গেছে,
মানুষ হয়নি।

আজও------
'অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ'র মাঠে মাঠে
'ওরা কাজ করে'। 'উপেন'
জমি হারায়।
'কৃষ্ণকান্ত' প্রভু সেবায় অক্লান্ত।
নবমন্ত্রে উজ্জীবিত করতে
'মাটির কাছাকাছি' কবি কই ?

তাই------
সার্ধ-শতবর্ষ পরেও
হে কবীন্দ্র, তোমাকে চাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast