www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারী তুমি

আধুনিক প্রযুক্তির নানান
বর্ণময় কারসাজিতে;
রংবাহারী বিজ্ঞাপনের মোড়কে,
তুমি অনন্যা।

চলমান ভোগবাদী দুনিয়ায়,
উদগ্র লালসা, আর
মায়াবী আলোর ঝর্ণাধারা
স্নাত বিশ্ব মঞ্চে
তোমায় সহজলভ্য
প্রায় বিবসনা,
ভোগ্যবস্তুর রঙিন প্রতিযোগিতার
আসরে মাতিয়েছে।
ভুলেছ বেমালুম নিজেকে।

তোমার নারীত্বের, মাতৃত্বের
অহংকারে তুমি উদাসীন!
তোমার রমণীয় আবেশে ,
রেশমকালো কুন্তলে,
চাঁদের জোছনাঝরা
অপরূপ রূপলাবণ্যে
তুমি অবিকল্পক।
আদিমতম বনচারী জীবন
হতে আধুনিক বিকাশের
দুনিয়াতেও তোমার
সগর্ব বিচরন !

অথচ -----
শুধুই কাব্য-সংগীতে,
মেলায়-খেলায় "সবলা`
হয়েই তুমি আহ্লাদিত।
পরিচিত বৃত্ত ছেড়ে, নারী
তুমি এস -----
আত্মশক্তিতে বলীয়ান হয়ে
স্বপরিচয়ে , স্বমহিমায়
নারী, তুমি মোনালিসা !

মনুষ্যত্বের কঠিন কঠোর
অহমিকা আস্ফালনে
নিয়ন আলোর
জৌলুশ মুক্ত
মাটির পৃথিবীতে
চেতনাদীপ্ত তুমি জাগো,
বাঁচো, বাঁচাও অন্যকে।

রচনাকাল........///০৮/০৩/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৮/০৩/২০২২
    দরদী প্রকাশশৈলী কবিতাটিকে স্বতন্ত্র ও সুন্দর করেছে
  • নারীর মর্যাদা সম্মুন্নত থাকুক।
    সত্য অমর হয়ে জাগ্রত হোক।
  • বেশ
 
Quantcast