www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলোর পথ

পথের সন্ধানে
পথে পথে নেমেছি।
তবু------
পথ আমাকে
পথ দেখায়নি।
পায়ে পড়েছে ফোস্কা;
কড়া পড়েছে হাতে।
তবু----
চলছি আমি, চলার তাগিদে।
ক্লান্ত দু'চোখ মুদে এলেও
বিরাম নেই, চলার।
চলতেই হবে, কারন------
জীবনতো থেমে নেই।
তবু----
পথ চাই ভোলাতে পথ;
থামাতে চাই আমাদের
গতি, ওরা জানে----
ভুল পথে চললেই
অটুট থাকবে
শোষণ এ সমাজের।
হে পথিক,
আর একবার এসো ফিরে
জাগাতে এ জীবন।
যেন আর একটি
দেশলাইয়ের বারুদ
উঠুক জ্বলে।
সব পথহারাদের দেখাক
পথ নতুন ক'রে।


রচনাকাল.....…/// ১৪ সেপ্টেম্বর ১৯৯৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast