www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেশীয় টাইলসের চাহিদা বাড়ছেই

কম মূল্যে উন্নত ডিজাইনের দেশীয় টাইলসের চাহিদা বাড়ছে। আমদানিনির্ভর টাইলস এখন দেশের বড় সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবছরই দ্রুত বিকশিত হচ্ছে দেশীয় টাইলস বাজার। বর্তমানে এ খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। প্রতি বছর উৎপাদিত হচ্ছে ৭০০ লাখ স্কয়ার মিটার টাইলস। বর্তমানে চাহিদার ৭৬ শতাংশের বেশি পূরণ হচ্ছে দেশে উৎপাদিত টাইলস থেকে। দেশীয় উৎপাদকরা আন্তর্জাতিক মান, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং শৈল্পিক ডিজাইন বজায় রাখছে। যা দ্রুত ক্রেতাদের আকর্ষণ করছে। এ কারণে দ্রুত সম্প্রসারিত হচ্ছে দেশীয় টাইলসের বাজার। আগে বিভিন্ন দাম ও মানের টাইলস আমদানি করা হতো ফ্রান্স, ইটালি, চীন, ভারত, তাইওয়ানসহ আরও কয়েকটি দেশ থেকে। এখন চীন এবং ভারত থেকে আনা টাইলসই বিদেশী বাজার দখল করে আছে। দেশে তৈরি টাইলসের মধ্যে মান ও দামের দিক থেকে শীর্ষস্থান দখল করে আছে আরএকে সিরামিকস। তারপরই চায়না বাংলা সিরামিকের অবস্থান। দেশীয় টাইলসের সিংহভাগ চাহিদাই এই দুটি প্রতিষ্ঠান পূরণ করে থাকে। চীনা মাটির টাইলস তৈরি করতে ব্যবহৃত কাঁচামালের বেশিরভাগই আমদানি করতে হয়। এসব কাঁচামাল ভারত, চীন, নিউজিল্যান্ড ও জার্মানি থেকে আমদানি করতে হয়। দেশে বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে ২২টি প্রতিষ্ঠান টাইলস উৎপাদন করছে। বর্তমানে এ খাতে বাজারের আকার প্রায় ২ হাজার ৪২৫ কোটি টাকা। যার দেশীয় বাজারে বিক্রির পরিমাণ প্রায় ১ হাজার ৮৫০ কোটি টাকা। বিক্রির হিসাবে দেশীয় প্রতিষ্ঠানগুলোর দখলে রয়েছে বাজারের ৭৬ দশমিক ২৯ শতাংশ এবং আমদানির পরিমাণ ৫৭৫ কোটি টাকা। যা মোট বাজারের ২৩ দশমিক ৭১ শতাংশ। দেশী টাইলসের দাম কম হওয়ায় চাহিদা বেশি, তাছাড়াও নতুন নতুন ডিজাইনের কারণে দেশীটাই ক্রেতাদের কাছে বেশি পছন্দের। বিদেশী টাইলসের রং, ডিজাইন ও একই মান এখন দেশীয় কোম্পানিগুলোর উৎপাদিত টাইলসে পাচ্ছে ক্রেতারা। একই সঙ্গে আমদানি করা টাইলসের থেকে দেশী টাইলসের দাম কম হওয়ায় বিক্রি বেড়ে যাচ্ছে। ফলে বাজার নিয়ন্ত্রণে ভূমিকার রাখছে দেশীয় টাইলস কোম্পানিগুলো। এ খাত রক্ষায় সিরামিক আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক প্রত্যাহার না করে তা বহাল বা বৃদ্ধি অথবা ভিন্ন নামে শুল্কারোপেরও দাবি আছে। আমাদের দেশীয় বাজার একচেটিয়াভাবে দেশীয় টাইলসের দখলে রয়েছে। আমাদে এখন চোখ রাখা উচিত রফতানির দিকে। দেশীয় বাজারের পাশাপাশি যত বেশি রফতানি করতে পারব আমাদের শিল্প আরও বেশি এগিয়ে যাবে। টাইলস মূলত ৮ থেকে ১০ ধরনের হয়। এসব টাইলসের মধ্যে ওয়াল টাইলসের ইউনিট দাম রয়েছে ৩৬ থেকে ৫৭, ফ্লোর টাইলস রয়েছে ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত। তাছাড়া ডেকোর অ্যান্ড বর্ডার টাইলসের ইউনিটপ্রতি মূল্য ৭০ থেকে ২৫০, হোমোজেনিয়াস ফ্লোর টাইলস ৬০ থেকে ৯০, মিরর পলিশ ফ্লোর টাইলস ৮০ থেকে ১৩০, ফ্লোর টাইলস গোল্ড, হোমোজেনিয়াস পেভমেন্ট টাইলস ৬৫ এবং ক্লেডিং টাইলস ৫৫ থেকে ৭৫ টাকা। তবে বিদেশ থেকে আমদানি করা সব ধরনের টাইলসের দাম দেশী টাইলসের চেয়ে তুলনামূলক বেশি। বাংলাদেশে সিরামিক টাইলস এবং স্যানিটারি ওয়্যার শিল্পের পথচলা শুরু হয় ১৯৭৭ সালের দিকে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআইএসএফ ওই বছর প্রথম উৎপাদন করে টাইলস এবং স্যানিটারি ওয়্যার। আর বেসরকারিভাবে ১৯৯৩ সালে মধুমতি সিরামিকস প্রথম এ খাতে বিনিয়োগ করে।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ১৪২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast