শূন্য রাজা
ঘোড়াশালে ঘোড়া নাই
হাতিশালে হাতি
মাথার ওপর এখন কেউ
ধরে নাকো ছাতি।
এখন কেউ ডাকে নাকো
'মহারাজ' বলে
তাইতো রাজা মনের দুখে
জঙ্গলে যায় চলে।
হাতিশালে হাতি
মাথার ওপর এখন কেউ
ধরে নাকো ছাতি।
এখন কেউ ডাকে নাকো
'মহারাজ' বলে
তাইতো রাজা মনের দুখে
জঙ্গলে যায় চলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০২/০৬/২০২১Bess
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৪/২০২১excellent!!!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০৪/২০২১ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৪/২০২১এখন নাই রাজা,
প্রজারাই এখন রাজা। -
ফয়জুল মহী ২৩/০৪/২০২১চমৎকার পরিবেশনা