www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবেসে হয়নি দেখা

রাত ১২টা নীল পড়া শেষ
করে ঘুমাতে যাবে তখন
অচেনা একটা নাম্বার থেকে কল আসে।
নীল কল রিসিভ করে মেয়ের কন্ঠ
শুনতে পায়, মেয়েটা নীল এর কন্ঠ
শুনে রং নাম্বার বলে কল কেটে দেয়।
নীল মেয়েটার কন্ঠ শুনার পর থেকে যেন
বদলে গেছে, সেইদিনকার মত
ঘুমিয়ে পরল। কিন্তু সারা রাত
সে অচেনা মেয়েটার
কথা ভেবেছে অনেক। সকালে ঘুম
ভাংগার সাথে সাথে নীল
মেয়েটা কে মেসেজ দিল। পরে মেয়েটার
সাথে কথা বলে তার নাম ঠিকানা সব
যেনে নিল। মেয়েটার নাম
মিলি সে খুলনা থাকে সে একাদশ
শ্রেণীতে পড়ে আর নীল ঢাকাই
থাকে সে ইতিহাসে সম্মান করতেছে । নীল আর
মিলি দুজন এখন খুব ভাল বন্ধু একজন
অন্যজনের
সাথে কথা না বলে থাকতে পারেনা তারা।
ঢাকা আর খুলনার মাঝে দূরত্ব যতই
হোকনা কিন্তু তাদের মাঝে একটুও দূরত্ব
নেই। নীল খুব
ভালবেসে ফেলে মিলি কে কিন্তু বন্ধুত্ব
শেষ হবে বলে ভালবাসাটা প্রকাশ
করছেনা। ১৮জুলাই,২০১০ মিলি রাত ২টায়
কল করে নীল কে নীল কল রিসিভ
করে অবাক হয়ে যায় মিলি কোন
কথা ছাড়া নীলকে I Love You বলে,
নীল
তো অবাক নীল বল্লো আমি তোমায়
ভালবাসতে পারবনা তবে তোমাকে ছাড়া বাঁচতে ও
পারবনা। এইভাবে দুজন দুজনের সব
অনুভূতি প্রকাশ করতে থাকে। মিলি বল্লো
তোমাকে দেখতে ছাই, নীল কখন কিভাবে
দেখা করবে? মিলি ২৫জুলাই
তুমি খুলনা আসো আমার কলেজ
আসবে আমি অপেক্ষায় থাকব, সব
কথা ঠিক এখন শুধু ২৫জুলাই এর অপেক্ষা।
২৫জুলাই সকালে নীল কল
দিয়ে মিলিকে জানিয়ে দিল
সে আসতেছে। মিলি সব ভূলে ভালবাসার মানুষটির সাথে দেখা করার জন্য কল রেখে তারাতারি কলেজের যাওয়ার জন্য বাহির
হল। কলেজে
গিয়ে নীলকে কল
দিল নীল আর কল রিসিভ
করছেনা অনেক্ষন অপেক্ষা করল কিন্তু
নীল এর কোন খবর নেই। কলেজ
ছুটি হয়ে গেল তবুও নীলের কোন খবর
পেলনা মিলি। খুব
অভিমানে বাড়ী ফিরে গেল
মিলি, কিন্তু
নীল তার সাথে এমন কেন করল
সে বুঝতে পারছেনা খুব
ঘৃণা হচ্ছে নীলের
প্রতি। নীল কি তার সাথে প্রতারণা করছে এইসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায়। রাত ১২:৪৫ মিলি নীলকে আবার
কল
দিল কল রিসিভ করল অচেনা একজন আর
কে বলতে মিলি জিজ্ঞেস করল নীল
কোথায় ওপার থেকে বল্লো নীল আজ
খুলনা যাওয়ার পথে সড়ক দূরগটানায়
মারা যায়। মিলি আর কিছু বলার
আগে জ্ঞান হারিয়ে ফেলে।
মিলি জ্ঞান
ফিরে পায় ঠিক কিন্তু সে আর
কথা বলতে পারেনা এখন তার আর আগের
মত কোন বন্ধু নেই নেই কোন স্বপ্ন।
এইভাবে হারিয়ে যায় তাদের
ভালবাসা।
নীল
চলে গেছে চিরতরে সবাইকে ছেড়ে আর
মিলি বেছে থেকেও আজ কথা বলতে পারেনা।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • tama roy ০১/১১/২০১৪
    Khub valo legache,kintu keno jani ekta mon kharap moner maje roye geche,bar bar mone hocche na pauar bedona koto ta...
  • tama roy ০১/১১/২০১৪
    Khub valo legache,kintu keno jani ekta mon kharap moner maje roye geche,bar bar mone hocche na pauar bedona koto ta...
  • সুরজিৎ সী ২৬/১০/২০১৪
    ভালো লাগলো বন্ধু
  • লেখাটা ভালো হয়েছে। বানান গুলো আরেকবার দেখে নিবেন। কয়েক জায়গায় হয়তো টাইপ মিস্টেক হয়েছে।
  • অনিরুদ্ধ বুলবুল ২১/১০/২০১৪
    গল্পটা মর্মষ্পর্শী, সুন্দর তো বটেই। তবে ইতোপূর্বে ঠিক একই ধারার অন্য একটি গল্প পড়লাম তা কি আপনার কি না মনে করতে পারছি না।
    • গল্পটা আমার ফেসবুকে পোষ্ট করেছিলাম।গল্পটা আমার নিজের লেখা হয়তো কেউ কপি করতে পারে
    • আপনি হয়তো আমার অসমাপ্ত প্রেম আর অপেক্ষার ভালোবাসা লেখাটা পড়ে থাকতে পারেন। না পড়লে পড়ে দেখবেন আশা করবো। http://www.tarunyo.com/ihsajib/blog/post20140927032719/
      লিংকটা দিয়ে দিলাম যাতে খুজতে না হয়।
 
Quantcast