www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিষপান

জেনে-শুনে-বুঝে,
নিজ হাতে স্ব-ইচ্ছায় মহানন্দে,
বিষপান করেছি এক ঢোকে।
নির্বুদ্ধিতা, অদূরদর্শীতা, শঠতার স্বার্থান্ধে
এক মুহুর্ত ভাবিনি-
ভবিষ্যৎ নিস্পাপ সন্তানদের সঙ্গে
করছি কতটাই না বেইমানি!


বুকের জ্বালা বাড়ছে সময়ের সাথে,
অস্পষ্ট দৃষ্টিতে আক্ষেপ-
হায়! প্রাণ কী যাবেই আস্তে আস্তে?
নির্দয় বিষধর তোরাই না হয় দেখ-
এ পরিত্যক্ত ভাগ্যের ফলাফল!
দমবদ্ধ বিশাক্ত রক্তের প্রবাহিত পাঁক,
অপত্যের শরীরে প্রকাশিত হঠাৎ অ্যালিল,
মুক্তির পায়ে অবিরাম কাঁদে,
যেন চিরঅভিশপ্ত সুবর্ণ ফসল!



সময়: ০৮/০৮/২০২১, ১২:০০ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিজিৎ হালদার ১৪/০৮/২০২১
    জীবনে চলার পথে সুখ দুঃখ আসবেই এটাই প্রকৃতির নিয়ম।
    সুন্দর ভাবনার অবতারণা করেছেন কবিতার মাধ্যমে।
  • বেশ ভাবনাময়
  • ফয়জুল মহী ১৪/০৮/২০২১
    নিপুন শব্দের গাঁথুনিতে পরিপূর্ণ একটি শৈল্পিক কাব্যগাথা। অহর্নিশ শুভ কামনা।
  • অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ কবি।
 
Quantcast