www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ললিপপ

হাতে ধরা ললিপপ।
সবার প্রিয়,
একদম সস্তা।
দারুন টেকসই,
যত্রতত্র সহজলভ্য;
বেশ রসালো।
তাই মনে আনমনে চুষতেই থাকি,
মুখের ভেতরে ঢোকানো সর্বক্ষণ।
মহাআমেজে দু'চোখ বন্ধ করে
উমউম, উমউম, উমউম...
নিশ্চিন্তে বেড়াই ঘুরে!


ঘরের প্রাণের পুরাতন সেই কুলার,
এখনো চলছে মেশিনটা।
লালা ভরা গালে,
ঠান্ডা হাওয়ায়, ধার দিই বুদ্ধিটা।
উমউম, উমউম, উমউম...
বুঝতে কারো আর বাকি থাকেনা।
শেষে চলে দলে দলে,
হাতে ললিপপ ঝোলে,
জোর করে মুখে ঢুকিয়ে দেয়।
যারা চায় তাদের,
আর যারা চায়না ওদেরও।





সময়: ২৫/০৮/২০২০, ১৩:০০ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মাহতাব বাঙ্গালী ১৩/০৬/২০২১
    সুন্দর লিখেছেন প্রিয়কবি সতত
  • ফয়জুল মহী ১২/০৬/২০২১
    অতুলনীয় রচনা
  • খাই ললিপপ
    নাই যব।
  • বেশ বোধময় প্রকাশ
 
Quantcast