জ্ঞানের কথা
১.পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়, বরং যথা সময়ে উঠে না দাড়ানোই লজ্জার।
২.তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ তর্কে না জড়ানো।
৩.তুমি যতটা বুদ্ধিমান ততটা সমালোচনায় তোমাকে জড়াতে হবে।
৪.বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই।
৫. জ্ঞানী মূর্খ কে চিনতে পারে কেনান সে জ্ঞানী পক্ষান্তরে মূর্খ জ্ঞানী কে চিনতে পারে না কারন সে মূর্খ।
৬.বন্ধুত্ব একটি ছাতার ন্যায়, বৃষ্টি পড়লেই ছাতার প্রয়োজন হয়।
৭.ভুল করা দোষের নয় বরং ভূলে প্রতিষ্ঠিত থাকা দোষের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        নূরুল ইসলাম সাইফুল ১০/০২/২০১৫অসাধারণ।
 - 
        আহমাদ মাগফুর ২৭/০১/২০১৫কঠিন পাওয়ার দিলেন ভাইজান!
 - 
        শামিম ০৮/০১/২০১৫অনেক ভাল কথা
 - 
        রক্তিম ০৭/০১/২০১৫তোমার পরিবেশনা তারিফ করি ।
 - 
        অ ০৬/০১/২০১৫সুন্দর জ্ঞানের কথা ।
ভালো থাকবেন । - 
        তুহিনা সীমা ০৬/০১/২০১৫জীবনে চলার পথে অনেক দরকার হবে। ভালো লাগলো কথাগুলো। শুভেচ্ছা রইলো।
 - 
        উদ্বাস্তু নিশাচর ০৬/০১/২০১৫জীবনের পাথেয়
 
