www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি শুধুই তুমি


কবির ছন্দে কবিতা তুমি
লেখকের লেখায় গল্প।
-
ছাত্রের পড়ায় অনেক তুমি

শিক্ষকের শিক্ষাদানে অল্প।।
-
পরিচালকের পরিচালনায় নাটক তুমি

শিল্পির কন্ঠে গান।

কৃষকের মাঠে ফসল তুমি

বিধাতার দানে প্রান।।

সন্নাসীর ধ্যানের ধারনা তুমি

পথিকের খুজে পাওয়া পথ

চৈত্রের তৃষ্ণার জল তুমি

বৈশাখ জুড়ে হয়ে যাওয়া রথ।।

শাজাহানের কাছে মমতাজ তুমি

শিরির কাছে ফরহাদ

গুনীজন কে করা সম্মান তুমি

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।

রাতের আকাশে চাঁদ তারা তুমি

দিঘীর অথই জল
জীবনের জন্য প্রেরনা তুমি

সাহসীর অদম্য বল।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১২/১১/২০১৪
    অসাধারন অসাধারন খুবই ভালো বর্ণমালার কারুকার্য
  • পিয়ালী দত্ত ১১/১১/২০১৪
    মজার
  • ইসমাত ইয়াসমিন ১০/১১/২০১৪
    "তুমি শুধু তুমি" ... জীবনে তুমি ছাড়া কোন্ কথা নেই। হা।।হা। হা। ভাল লাগল।
    • তাইতো দেখছি। সব কিছুতেই তুমি। তুমি ছাড়া আর কিছুই ভাবতে পারছিনা। হাহাহাহা। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ভালোথাকবেন নিরন্তর।
  • তুহিনা সীমা ১০/১১/২০১৪
    ওয়াও পিকচারটা অনেক নাইস। আর কবিতাটিও অনেক ভালো লাগলো। চারদিকে শুধু তুমির ছড়াছড়ি।
  • অনিরুদ্ধ বুলবুল ১০/১১/২০১৪
    'তুমি শুধুই তুমি' যদি 'কবিতা তুমি' হয় তাহলে কেমন হয় কবি? আপনি তো এখানে কবিতাকেই মহিমান্বিত করতে চেয়েছেন, তাই নয় কি?

    গাঁথুনী বেশ ভাল হয়েছে।

    শুভ অপরাহ্ন
    • শুভ অপরাহ্ন । ভালোই বলেছেন। তবে কবিতা দিলে সরাসরি চিহ্নিত হয়ে যায়। যেটা আমার কাছে মনে হয়েছে বিষয়টি পুরোপুরোই কবিতা তা কিন্তু নয়। বাট আপনি বলেছেন বা লিখেছেন মনে হল কবিতাটি অনেকটা পূর্নতা পেল। ভালো থাকবেন নিরন্তর।
  • কবিতার তুমি চরিত্রটি এককথায় ভালোবাসা। ভালো লাগা রইলো কবিতাটিতে। অনুপ্রাসের যথার্থ প্রয়গেও মুগ্ধ হলাম কবি। তবে মাত্রা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছিল বলে ছন্দের বিচ্যুতি হয়েছে কিছু জায়গায়। তবে ভালোলাগা কিন্তু অসীম।
    • ধন্যবাদ দিয়ে ছোট করবাে না। অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর ছন্দের বিষয়টি আমি ঠিক করতে পারিনি। তবে নেক্সটে ট্রাই করবো। ভালো থাকবেন।
 
Quantcast