www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুধু একটা পাগলামি


রাত তখন বাজছে হবে প্রায় একটা
মানুষ ও জেগে আছি মনে হয় আমি একটা
জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আকাশেও চাঁদ একটা
তখন আমার মনে ভাবনা জাগলো একটা
আমরা যেখানে বেচে আছি সেটা ক্ষনস্থায়ী দুনিয়া একটা
আমাদের মরার পরে চিরস্থায়ী জীবন সেও একটা
বয়স কম হোক আর বেশি হোক আমাদের জন্ম একটা
কষ্টে হোক আর শান্তিতেই হোক আমাদের মৃত্যু একটা
দিনের বেলা রাতের ভাবনার মত দেখি সূর্য একটা
সব ভাবনা বাদ দিয়ে ক্লাশে গিয়ে দেখি ছাত্র অনেক শিক্ষক একটা
শিক্ষকের কথা ভাবতেই দেখি স্কুলে প্রধান শিক্ষক সেও একটা
এবার আরেকটু উপরে উঠে দেখি স্কুলে সদস্য অনেক সভাপতি একটা
তখন পকেট খরচ চালাতে পার্ট টাইম চাকরি করতাম একটা
একটার চিন্তা নিয়ে অফিসে ঢুকতে দেখি বস বসে আছে একটা
সব শেষে বাসায়  এসে চোখে পড়লো আমার মা একটা বাবা একটা
সবাই বলতে পারেন এত কিছু থাকতে হঠাৎ কেনো আমার চিন্তা নিয়ে একটা
আম তখনও বলবো এরও সুনির্দিষ্ট কারন আছে একটা
পর জগৎ সহ এ জগতে যা কিছু মহান তার সব কিছুই একটা
তাই বলি কেন আমরা করছি ঝামেলা নিয়ে অনকেটা না নিয়ে একটা
অবশেষে যারা লেখাটা পড়ছেন তাদরে কে অনকে বড় ধন্যবাদ একটা।


রচনা কাল:- আমার অপ্রাপ্ত বয়স
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তুহিনা সীমা ১৪/০১/২০১৫
    পাগলামীটা ভালো হয়েছে। ভালো লাগলো.............
  • একনিষ্ঠ অনুগত ২০/০৯/২০১৪
    'একটা' নিয়ে অনেক ভাবতে হয়েছে তাই না।

    ভালো লাগলো লেখা ৪/১০।
    • ফেল করে ফেললাম বস। তবু ধন্যবাদ মার্কিং করলেন।
      • একনিষ্ঠ অনুগত ২১/০৯/২০১৪
        পাশ ফেল নয় ভাই, কবিতায় সবাই পাশ। মার্কিং নয় ভালো লাগার মাত্রাটা প্রকাশ করতে চেয়েছি। মার্কিং করা তো গুরুজনদের কাজ।
  • সাইদুর রহমান ১৯/০৯/২০১৪
    সুন্দর কবিতা।
    শুভেচ্ছা নিবেন।
  • রুমা চৌধুরী ১৮/০৯/২০১৪
    জগতে মহান যা কিছু সব ই একটা। ভাল ই।
    শুভেচ্ছা রইল।
  • ১৮/০৯/২০১৪
    অপাপ্ত বয়সের লেখা কি আর বলব ? ভালই হয়েছে ।
 
Quantcast