www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিরহরিৎ

উপকূলে পোঁছে নৌকা সন্মুখে ঠেকে
চমকে ওঠে প্রতিবার,
ছিটেফোঁটা লেগে থাকে নোঙরের দাঁতে
বালি খুন করা নোনতা স্বাদ।

লাঙলের ফালে মরচে সময় অকেজো
পরিশ্রমে ভাঙা নিরুদ্দেশ হাড়,
সিঁদুরে মেঘের নিম আবছায়ায়
উনুন জ্বালায় সূর্যাস্ত-চাঁদ।

ছুঁড়ে ফেলা ঠোঙায় ছিল কৌতুক
চলচ্চিত্র খুঁজে নেয় বক্সঅফিস শুক্রবার,
তুমি বললেও ফিরবেনা কাটা ঘুড়ি
একলা কথাও জিরিয়ে নেবে শেষবার।

অসাড় পড়ে আছে বেহায়া রাস্তা ফ‍্যাকাসে
বেহিসেবি উড়ন্ত চুমুর বোকাবোকা ছুটোছুটি,
চাকায় ঠাসা শহরের ইতিহাস আজীবন
ঝাঁকুনি খেয়ে শৈশব বদলে নেয় রুচি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast