www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাছে-দূরে যেখানেই থাকো

কাছে-দূরে যেখানেই থাকো
একদিন সময় ক’রে
সেই নীল-খাম আবার খুলে দেখো
আজও সেখানে সেই নীলাকাশটাই আছে
সেই লাল রোদ্দুরের প্রাণোচ্ছল বিকেলটা
আদিগন্ত উড়ে চলা গাং-শালিকের ঝাক
চিকচিকে বালুকাবেলা...
শুধু আজ প্রতিধ্বনিত হবে না তোমার নাম
সে-সব সুউচ্চ পাহাড়ের দেয়ালে-দেয়ালে
একদিন যে ডেকে-ডেকে ফিরে গিয়েছিল
আজ আর কোথ্থাও পাবে না তাকে।

একদিন সময় ক’রে
সেই নীল-খাম আবার খুলে দেখো
তুমি ঠিক জেনে যাবে
মানুষের মানুষ-ই সবচেয়ে তাৎপর্যবহ
সমূহ বস্তুজগৎ পরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast