www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই ধূর্ত ক্রূর মানুষের থেকে শুয়োরও ভাল

কখনও কখনও বুকের ভিতর দারুণ
             রক্ত ক্ষরণ হয়,
অনুশোচনার আগুনে পুড়ে পুড়ে
অঙ্গার হয়ে ওঠে হৃদয়;
মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি বলে
নিজেকেই নিজের কাছে বড্ড
          ঘৃণিত মনে হয়।
এর থেকে ঢের ভাল হতো
যদি হতাম একটি শুয়োরও,
এই শঠ, পাপিষ্ঠ মানুষের ঘৃণাভরা
বীভৎস কালো চোখ অগ্রাহ্য করে
ন্যাংটো পাছা হেলিয়ে দুলিয়ে
দিব্যি দিগম্বর ঘুরে বেড়াতাম
         শহরের অলিগলিতে,
যত্রতত্র মলমূত্র ত্যাগ করতাম
           মনের সুখে।
সে জীবনও ঢের ভাল হতো
এই মানুষ নামধারী ধূর্ত ক্রূর
      দুপেয়ে জন্তর থেকে।


রূপক কবিতা। সাম্প্রতিক কিছু ঘটনা আবার আমাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে, মানুষের থেকে পশুর জীবনই হয়তো বেশি গৌরবের! সাবিনা নামের একজন দরিদ্র অসহায় কিশোরীর উপর গৃহকর্ত্রীর পৈশাচিক বর্বরতা... এ নিয়ে শ্রদ্ধেয় কবি সাইয়িদ রফিকুল হক'রও চমৎকার একটি কবিতা আছে নিচে। যতোবার ওরা এরকম নৃশংসতা করবে দুর্বলের ওপর, ততোবার আমি ধিক্কার জানাবো আমার মানবজীবনকে। কারণ তারাও তো আমারই সমগোত্রীয় প্রাণী। তাদেরও মানুষ বলে ডাকা হয়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast