অনুরোধ
আমি বলছি না আমাকে ভালোবাসতে
আমি বলছি একবার আমার কাছে আসো
তোমাকে দেখি
দেখে চোখ সার্থক করি।
আমি বলছি না আমাকে ভালোবাসতে
আমি বলছি একবার আমার কাছে আসো
তোমাকে আমার স্মৃতিতে ভরে নিই
যখন একা থাকব
তখন স্মৃতির ভাণ্ডার থেকে অন্য সবকিছু সরিয়ে তোমাকেই দেখব শুধু।
আমি বলছি না আমাকে ভালোবাসতে
আমি বলছি একবার আমার কাছে আসো
তোমাকে আমার মনের মানুষ করে নিই
তুমি আমায় নাই বা আপন করলে
কিন্তু আমার মনের মানুষ তো তুমিই হয়ে গেলে।
আমি বলছি না আমাকে ভালোবাসতে
আমি বলছি একবার আমার কাছে আসো
এই যে তোমাকে একবার দেখে নেব
আমার জীবন সমাপন হবে যেদিন
সেদিন পর্যন্ত তোমার হয়েই থাকব।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/১১/২০২৫
আমি বলছি একবার আমার কাছে আসো
তোমাকে দেখি
দেখে চোখ সার্থক করি।
আমি বলছি না আমাকে ভালোবাসতে
আমি বলছি একবার আমার কাছে আসো
তোমাকে আমার স্মৃতিতে ভরে নিই
যখন একা থাকব
তখন স্মৃতির ভাণ্ডার থেকে অন্য সবকিছু সরিয়ে তোমাকেই দেখব শুধু।
আমি বলছি না আমাকে ভালোবাসতে
আমি বলছি একবার আমার কাছে আসো
তোমাকে আমার মনের মানুষ করে নিই
তুমি আমায় নাই বা আপন করলে
কিন্তু আমার মনের মানুষ তো তুমিই হয়ে গেলে।
আমি বলছি না আমাকে ভালোবাসতে
আমি বলছি একবার আমার কাছে আসো
এই যে তোমাকে একবার দেখে নেব
আমার জীবন সমাপন হবে যেদিন
সেদিন পর্যন্ত তোমার হয়েই থাকব।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/১১/২০২৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/১১/২০২৫অসাধারণ
-
ফয়জুল মহী ০৩/১১/২০২৫অসাধারণ প্রকাশ, শুভ কামনা রইলো
