www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্ষেত খাইলোরে

ক্ষেত খাইলোরে
আব্দুল কাদির মিয়া
===============
আমায় পাইলো রে কোন পাগলে
ক্ষেত খাইলোরে-
খায় মিয়ার ছাগল ভূঁইয়ার লাঙলে।

আমার ঘরে আমিই নাই আজ-
নাক ডাকে কার দমে,
পেয়াদা হাতের তালের পাখা-
আমায় দিয়া টানে।

একটু দিলে নড়াচড়া-
চর মারে জোড় দুই গালে,
ক্ষেত খাইলোরে-
খায় মিয়ার ছাগল ভূঁইয়ার লাঙলে।

অনেক আশার আম্রপালি-
আমার চৈতী কাঁঠাল বাগে,
সেই বাউকুলে রস মধুর টানে-
আমার শিশু মাগে।

আর একটুখানি চাইলে বেশি-
চড় মারে জোড় দুই গালে,
ক্ষেত খাইলোরে-
খায় মিয়ার ছাগল ভূঁইয়া লাঙলে।

আমার রুই কাতলে ভরা পুকুর-
নারকেল গাছের সারি,
ফাঁকে ফাঁকে লেবুর বাহার,
তাঁর ফাঁকে সুপারি।

সখের বঁড়শি মাচায় বসে-
বায় কেরে তল তিন তালের,
ক্ষেত খাইলোরে-
খায় মিয়ার ছাগল ভূঁইয়ার লাঙলে।

আমার নাও আর আমার ছইয়ে-
গাঙ ধরিতে পারি,
দেখি নিরাগ গাঙে-
উলটা ঢেউয়ের আওড়া প্যাচের সারি।

আসমানে ঝড় নইরে কালা-
সব আমার পায়ের তলে,
ক্ষেত খাইলোরে-
খায় মিয়ার ছাগল ভূঁইয়ার লাঙলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast