www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবুরের জয়

সবুরের জয়
আব্দুল কাদির মিয়া
============
ফেলনা হে চোখ আর কিছু জল
আর একটু সময় ধরে,
এইতো বুঝি কাদলো ভুবন-
তোর পাষাণ গলার জোরে।

ঐ শৈবালে যার ঢাকলো জনম-
অথৈ অকূল পুরে,
ধড়াস রাক্ষসী ঢেউ সিন্ধু বুকে-
তাঁরে মারলো দানব জোরে।

তবুও পাষাণ নিরেট পাথর-
আজ কি আসে যায় আর,
সেতো জ্বালবে নিজেই অনল সিন্ধু,
মারলো যারা তাঁর।

ফেলনা হে চোখ আর কিছু জল-
আর একটু সময় ধরে,
দেখনা পাষাণ মারলো যারা-
কেমন বিচার করে।

তোর ঘরেতে ভাংলো খুঁটি-
ছিঁড়লো মাথায় কেশের মুঠি,
করলো উজাড় শস্য খামার-
রক্ত কাকের ঠোঁটে,
যেন ঠুকছে দিনে একটু রাতে-
চোখ বেঁধে নেয় ওদের জাতে,
বলহীনা তোর মুখের বুলি-
নীরব হৃদয় ফাঁটে।

ফেলনা হে চোখ আর কিছু জল-
তোর দুঃখ রাতের সে নিশি,
দেখ পূব আকাশে দিনের ক্ষেপা-
বাঁধলো ক্ষেপণ রশি।

গর্দানে তাঁর টানলো চেপে-
তাই কাল বেদিশার লালে,
যেন দমহারা পথ ধরলো পাড়ি,
তোর প্রতিঘাত আলে,
এই বুঝি সে পড়লো বাঁধা-
নেই সময় আর শেষ।

উঁকি জাগলো রে তোর শান্ত প্রভাত,
ঐ দেখ অরুণের লেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৪/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast