www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঝঞ্জাটে মৃত্যুমুখী যান

ঝঞ্জাটে মৃত্যুমুখী যান
আব্দুল কাদির মিয়া
================
এই বাংলা আর সেই বাংলা নেই
বাংলা মনের ধনী-
বিশ্ব চেনে সোনার বাংলা,
বাংলা গুনে মানে।

ঠক ঠকে রেল বাতাস বেগে-
পদ্মা মেঘনা যমুনার বুকে,
আজ ছুটছে গাড়ী উপর ধরে-
চির সবুজের দেশে।

সেই চাঁদনী ঝরা মলয় ছুঁয়ে-
ভাটির মাঝি পাল উড়ায়ে,
জলে গায় দরদে পল্লি ভাওয়াইয়া-
অকূল দরিয়ার মাঝে।

বাজে কাঁসি প্রভাত ভোরে-
মধুর আজান মিনার চূড়ে,
নেই ভেদাভেদ জাতের তরে-
আমরা বঙ্গবাসী।

দেশের তরে গর্ভ মোদের-
পরাণ খুলে হাসি।

তাই বলে কি রাহু রোষের-
শনির দশা থাকলো বসে?
না না এইযে কত গগন মুখী-
মা ভাই-বোন দুঃখের দুঃখী,
ওরা রক্ত চোখে গড়ান বুকে-
ফেলছে কত জল।

যার হাহাকার অগ্নিঝরে-
মারছে পুড়ে স্বজনারে,
সেতো মৃত্যুমুখী বাহক যানে-
বেহুশ চলিত চল।

আয়না হে দেশ বঙ্গবাসী-
সব একহাতে হাত মিলি,
শুধু মৃত্যুমুখী যানের তরে-
এক সড়ক গড়ে তুলি।

ঐ ঝঞ্জাটে যান চলার পথে-
কারোও সে জীবন-
যেন আর নাহি এক মৃত্যু ঘটে-
এই করি দৃঢ় পণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast