www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেড়শ গ্রাম মাংস

দেড়শ গ্রাম মাংস
আব্দুল কাদির মিয়া
===============
বাংলা জুড়ে হাজার ঘরের
রেজাউল করিম ঘুরছে ফিরে,
দেড়শ গ্রামের মাংস যদি-
পেতো কিনার ঘরে।

পরাণ শাঁ শাঁ মিটতো আশা-
গরীব বাবার হৃদয় নাশা,
পোষের দাবী করতো পূরণ-
ঘামের বিন্দু ঝরে।

নেইতো শোকে শকুন বাদুড়-
বন বিড়াল আর ঘরের ইঁদুর,
মিটছে ওদের মনের ক্ষুধা-
ওদের জীবন ভরে।

নেইতো জলে জলজ প্রাণী-
পাখার পাখি যে যেখানেই,
উড়ছে ঘুরে ভুবন জুড়ে-
কারোও ক্ষুধা অফুরাতে,
তৃপ্তি নাহি বাঁধার ছকে-
সেতো মিটছে সবারই তরে।

বাঁধার ক্ষিপ্ত শুধুই আজি-
জগৎ বেড়ে শস্য রাজি,
যে তৃপ্তি আনে সুষম রোচক-
ঐ মানুষের পরে।

যারই সৃষ্টি ধরায় সবারই উপর-
ভাগ্যহীনা গরীব কাতর,
যে দেড়শ গ্রাম ও মাংস খেতে-
তাঁর সাধ্য নড়ে চড়ে।

এসো হে মোর বঙ্গবাসী-
মোরা নই কারো সেই তৃপ্তি নাশী,
ওরাও মানুষ বলহীনা সেই,
গরীব ভাইয়ের তরে।

দাম মেলা সেই পরাণ কাড়া-
তৃপ্তি রোচক সকল দ্বারা,
পশরা সাজাই দেশ কানাচে-
যেন একটু কিনতে পারে।

(প্রথম আলো- ০৪/০৩/২০২৩ : দেড়শ গ্রাম মাংস যেসব দোকানে কেনা যাবে।)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast