www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সোনা মুখের তৃষ্ণা

সোনা মুখের তৃষ্ণা
আব্দুল কাদির মিয়া
============
আমি শুধু লিখতে পারি
খাতা ধরে ভাই-
সেতো সবার তরে পৌঁছে দিবার-
সাধ্য আমার নাই।

তাইতো আমি বড়ই লাজুক-
অন্য হাতে বন্দী,
তাই বলে সে যখন তখন-
আঁটে নানান ফন্দী।

আজ বলে এই-
কাল বলে সেই,
সময় তরে মেলা,
তাঁরে বাপ সোনা ধন ডেকেই যেনো-
যায় কেটে দিন বেলা।

এবার আমি ধমক সুরে-
চক্ষু করে লাল,
বলি কিরে পাজি লিখবি কবে-
দেয় তবে রাগ ফাল।

তাতেই শুধু শেষ নহে ভাই-
এবার বিষম ফেড়ে,
তাঁর আগের পাওনা মেলাই বাকি-
দেইনি বলে তাঁরে।

সেই কবে হাত কিছু খরচ-
দিয়ে নাকি বলি,
তোর পাই পাইয়ে সব মিটিয়ে দিবো-
আর নয় তালি বালি।

কলার বাদি পাকলে এবার-
থাকবেনা আর ঠেকা,
এই বলে সেই ভুলায় নাকি-
নেই কোনো তাঁর দেখা।

এবার আমি যাই দমে ভাই-
সত্যিই মনে পড়ে,
দেইনি যে আর কিছুই তাঁরে-
আশাই যেন বারে বারে,
সহ্য তরে কাল হলো আজ-
সে লিখবে কেমন করে?

ওরা তো সে মুখ-
দেখলো যারা,
এই পৃথিবীর আলো,
যার তরে দিন কর্ম কি তাঁর-
সবই চিনলো মন্দ ভালো।

যার কাছে সে শুধুই খোকা-
ঐ মনের আকাশ চাঁদে,
মুখ খানি তাঁর সাত নদী জল-
সব পিপাসা বাদে।

শুধুই শুধু একবার তাঁরে-
একটু খানি চাওয়ায়,
যার সব মিটে যায় তৃষ্ণা ক্ষুধা-
লক্ষ্য উদয় মায়ায়।

সেতো ভুবনধারী সৃষ্টি লীলায়-
বিধির এ কোন বেশ,
যার সাত জনমের ঋণের দাবী-
তাঁর এক দেখায়ই শেষ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast