www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাল বদলের পালা

কাল বদলের পালা
আব্দুল কাদির মিয়া
============
কাল বদলের পালা
কোকিল ডাকে কুহু কুহু-
মন করে উতলা।

ঘুমন্ত মেল নতুন এসে-
শিমুল চূড়ায় উঠলো হেসে,
কাকলীরা মন আনন্দে-
গায় সে মধুর গান।

বাউল পরাণ একতারাতে-
মধু কুঞ্জ নদ পাড়েতে,
চন্দ্রিমায় ঐ জটার বটে-
উথলে ভাবের প্রাণ।

কাল বদলের পালা-
সেই ঘুমন্ত মেল নতুন সাঁজে-
মন করে উতলা।

আসে রসের হাঁড়ি-
নিত্যি ভোরের বাড়ি,
কনকনে শীত রাত পোহালে-
উনুন ঘিরে সারি।

সবার পাতেই উড়ছে ধোঁয়া-
কেউবা কেড়ে লয়,
কেউবা খোলার ভাপার তাপেই-
হাত নেড়ে দে কয়।

তেমনি পিঠা মিঠাই সরষে-
ভ্রুমর চিরকাল,
ওরা কাল বদলে এসে ফিরে-
মন করে উতাল।

কাল বদলের পালা-
যে আর না আসে নতুন করে,
যায় চিরকাল নিয়ম তরে-
যৌবনা কেশ ভাটার টানে,
সাদায় ডুবে কালা।

কাল বদলের পালা-
যায় ফুরিয়ে যায় বুড়িয়ে,
তবু রক্ত হৃদয় লয় কুড়িয়ে-
ঐতো চমক মেলাই দামি-
চালনি কুঁড়া ফেলা।

যার শানে জয় গেয়েই জীবন-
হাজার হীরক ফুলে,
নিজ খুশবো তুল্য লক্ষ্য অধিক-
সেই নরের মানে তুলে।

নিজকে লোটে চরণ তলে-
ধন্য হয় জীবন।

সে তাই চির অক্ষয়ে তাঁর-
ভাগ্য শানে-
নূর গালিচা প্রাসাদ টেনে,
উঠলো জ্যোতির কানায় ধরা-
স্বর্গীয় কানন।

ঐ নর জাতের সেই-
সত্ত্বা সুশান,
নেই যেন আজ-
অধিক পিষান,
কাল বদলের পালা।

যেন এইতো জেগে-
নীতির সুরুজ-
পূবেই ডুবার পালা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast