www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা

কবিতা
আব্দুল কাদির মিয়া
=============
কেন এতো সুন্দর তুমি
মোর প্রাঞ্জলি মিনতি বচন-
বলো হে মোর ধমনীর প্রেয়সী।

অশ্রু গড়িয়ে পরে শুধু তোমার তরে-
তুমিই জাগিয়ে তোলো শত যন্ত্রণার,
খঞ্জরে বিদ্ধ আঘাতের কাতরানো-
মৃত্যু খনের যেন সেই নির্জীব-
বাকহীন এক চোখের ঘুম।

তুমিই জাগিয়ে তোলো-
ভুলে যাওয়া পুরোনো সেই-
ব্যার্থ হৃদয়ের সবই কথা সবই স্মৃতি,
অনল বর্ষিত এক ধনুকের শর আঘাত-
সেই এক মুহূর্ত ক্ষনে।

তুমিই সেই বিষের রাগিণী-
যার স্পর্শ চাহুনির একটু সময়ের,
শুধু অন্তর দৃষ্টির আলাপনেই-
নেমে আসে বিমর্ষ প্রাণ কম্পিত-
এক মুশলধারে কালো বর্ষণ।

তবুও তুমি কেন এতো সুন্দর?
এতো ভালো লাগে-
ভালো লাগে তোমার দর্শন?

কি সুন্দর তোমার নাম গো কবিতা।
যত দুঃখ ভরা তোমার চয়নে চয়ন-
সেথা কিসে সুখ পায় খুঁজে-
পিপাসিত মন?

ঐ লোহিত লহরা যেন জীবনের দিশে-
ওরা সব নিয়ে আছে তোমার-
বুক লয়ে মিশে?

কিহে কিছু দাওনি যে খোলে মুখ-
বিনয়ের সারা-
তন্য নিপুণে পরে যাবে বুঝি ধরা?

নাহি আমি ছাড়ি কভু-
কোনো তস্তর।

তবে কেনো আছো দূরে-
এসো কাছে ভিড়ে,
এবার দেখেই নিবো আমি-
তোমার অন্তর।

যাও যদি বেঁচে-
রবো আমি পিছে,
আর আমিই উড়াবো তোমার পাল।

যেথা প্রেমের সুরভী রবে-
ফুটে তাঁর কলি,
সেথা নিবে তাঁর মধু তুলে-
পাঠকের অলি।

যেথা কেউ হাসে কেউ কাঁদে-
জনমের স্মৃতি গতে,
তেন কাব্য রচিবো তোমায়-
আমি কবি হলে।

হেন তোমার সুন্দরে-
রবে ডুবে সবই,
ওগো সত্য যে এসেছিলো-
তাঁর চির ছবি।

তেন- নাহি যায় মুছে কভু-
এসে যদিও ফোরালে,
যে কবিতা-
সে জীবনের সবই কথা বলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast