www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধর্ষণ

ধর্ষণ
আব্দুল কাদির মিয়া
==========
মেঘে ঢাকলেই ঐ
সুরুজের আলো-
হয় কি চির অন্ধ?

না না সত্যই তাঁর সত্ত্বা প্রকাশে-
নেয় কেটে কালো দন্দ।

এই পৃথিবীর হাজার কালো-
মানব সত্তার তরে,
শত বাঁধার ঘোর আঘাতেও-
সত্যেরই জয় উড়ে।

তবে এ কোন দানব মানবদেশে-
যার মন অন্তরে মিশে,
তাঁর সর্বনাশে রক্ত শিরায়-
শুঁড় টেনে নেয় চুষে।

আবার মানুষই তাঁরে-
করলো আদর-
দেখলো না মূল ছবি,
সাথে রায় হলো তাঁর-
আর কেউনা তাঁদের-
জীবন নাশা বলবি।

এবার বুঝলো দানব-
শক্তি আমার,
শুধু ঘড়ির কাঁটায় ধরে-
ধুম চালিয়ে যাবো-
মন আনন্দে,
বাহাত্তর ঘন্টা পরে।

কে আর আছে আমায় ধরে-
আমার সখের শিকার ছুঁড়ি,
সেতো চোখের জলেই-
পার পাবেনা,
হবে বিরাগ বুড়ী।

(প্রথম আলো- ৭২ ঘন্টা পর ধর্ষণ মামলা না নিতে বলা অসাংবিধানিক।)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast