www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজব শিকা

আজব শিকা
আব্দুল কাদির মিয়া
=============
আজব শিকা রাত নামালো
দিন তুলিলো কাঁখে,
শিকার শিকা বড়ই একা-
তাঁরে ছাড়া নেই-
চুল সুঁই ফাঁকা,
তাঁরে লইবে তুলে নেই কিছু আর-
সেতো বড় ভুবন থেকে।

এই দুনিয়ার জলগুলো সব-
আকাশ পাতাল ধরে,
একতিলে তাঁর ঠাঁই হলো সব-
বাকি থাকলো সবই পড়ে।

এই বড় সাঁই বুকের বামে-
কেমনে জায়গা লয়,
ওরে অবুঝ মন-
আয়না তাঁরে কলবেতে-
করি দরশন।

তাঁরে দেখলো মুছা কুহুতুরে-
ঝলক ধরা নূরে,
পুড়লো পাহাড় তাজাল্লীতে-
সুরমা চূরে চূরে।

দেখলো তাঁরে বড় পীরে-
সেই চক্ষু বন্ধ করে,
ওরে অবুঝ মন-
আয়না তাঁরে কলবেতে-
করি দরশন।

ধন্য জমিন ফেরেশতা কূল-
স্বর্গ সৃষ্টি কূলে,
ধন্য আরশ যারই পায়ের-
জুতার ধূলি পেলে।

সেই দয়ার রাসূল এই বড় সাঁই-
দেখলো নয়ন খুলে,
দেখলো তাঁরে পাশাপাশি-
মায়ার নজর তুলে।

তাঁর শানে আর নাইযে কেহ-
এই ত্রিভুবনে ওরে অবুঝ মন,
আয়না তাঁরে কলবেতে-
করি দরশন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast