www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুবনের তুমিই মুকুল

ভুবনের তুমিই মুকুল
আব্দুল কাদির মিয়া
=============
তুমি নীরবে থাকো হে প্রিয়
আমরা সেবক-
ধরা হৃদয়ে সে প্রেম অনির্বাণ,
ঐ রক্তিম সূর্যের ভোর অবগাহনেই-
তোমার সোনালী হাসি,
তুমিই কাকলির রবে গুঞ্জন।

ইয়া রাসূল-
এই ভুবনের তুমিই মুকুল।

কুজিত তুমি কুঞ্জ কাননে প্রিয়-
কুজনের তুমি কুহরণ,
কৃষ্ণ কামিনী গোলাপ-
গন্ধা যামিনি তোমার,
করে গাহিয়া সে শুধা আহরণ।

অকূল সাগরে তুমি-
আছো মিশে কুম কুমে,
তাঁরই তরঙ্গে বেজে কল কল,
ইয়া রাসূল-
এই ভুবনের তুমিই মুকুল।

অরুণ নহেতো সে-
তুমিই আলো,
ধরেছো ধরণীর ধূলি।

ধরণী নহেতো সে-
মাটির ই জন্ম আদি,
সেতো রয়েছে তোমারই কোলে।

বাতাসেরা কহে,
শুধু আমি নহে-
ঐ কুরসি আরশ তাঁরা-
গগন বাহিয়া সেই ইল্লিন হে প্রিয়,
তোমার রৌশনে সিজ্জিল ও গড়া।

সবুজ শ্যামলে পৃতি তৃন হেলে দোলে-
কাননে সে বাগিচার ফুল,
তোমার দুরুদেরই কলি-
ওরা মধু সুরে তুলি,
সেই প্রভাতের শিশিরও ব্যাকুল,
ইয়া রাসূল-
এই ভুবনের তুমিই মুকুল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast