www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডাল করোনা

ডাল করোনা
আব্দুল কাদির মিয়া
===========
নিত্যদিনের হিসাব আজই
যাচ্ছে মাথা ঘুরে,
ভয় করে আজ যাই বাজারে-
দামের চড়ায় পড়ে।

যায় শুকিয়ে জিভের ভেজা-
মামণির তাগিদ,
আজ মুরগী পোলাও খাবেই খাবে-
আটছে ভীষণ জেদ।

থাকবে সাথে ডিমের ভুনা-
শসা ডালের বরা,
ডুবিয়ে তেলে মচমচা আর-
চিংড়ী সেই চচ্চড়া।

মনে মনে গুনে তবে-
মিলাই টেনে টুনে-
কাল ছিলো যে বাজার দামে,
তবুও কিছু টানে।

তবে হাত তুলে খালুই-
যাচ্ছি পথে আসছে দেখি,
বাজার নিয়ে তালই।

মাথার টুপি হাতে নেড়ে সে-
বাতাস করে গায়,
চোখ দুটি তাঁর কপাল মুখি-
করছে হায়রে হায়।

আমায় দেখে বলছে বাপু-
একটা কথা শোনো,
আজ দামের চড়ায় ভুলেই গেছি-
একটা সওদা এনো।

ডিম পেঁয়াজেই বিজলী চোখে-
আবার মুরগী লেবু তৈলে,
ঐ চৈতী ফাঁটা মাটির আগুন-
উঠলো বসে ডালে।

চিংড়ী শুধু নাম হলেই হয়-
দামের তেজে খরা,
সেও মন্দ ভালো দেখতে চাইলে-
যায়না হাতে ধরা।

যাই বাপু মন সইছেনা আর-
নাও টাকাটা গুনো,
তুমি ফেরার পথে মন করে সেই-
সওদা টা মোর এনো।

আমার চোখে এবার যেন-
দেখছি দিনেই তারা,
সেতাই তালই কথার শেষ আগেই-
করছি তাড়াহুড়া।

বলছি তাঁরে কর জোড়ে হাত-
আমি যাচ্ছি বাড়ি ফিরে,
দয়াকরে করবেন ক্ষমা-
আমার উঠছে ব্যাথা শিরে।

এইতো বালাই ডাল করোনা-
গরীব খুঁজে ধরে,
তাঁর কপালে হাত ভোজন রসিক-
একটু নড়েচড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast