www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাঁনুর ঈদ

চাঁনুর ঈদ
আব্দুল কাদির মিয়া
===============
নীরব,সজল,তারিক,অনিক
বন্ধু চাঁনু ফাস্ট বয়,
সবাই ওরা দশম শ্রেণী-
শশিকান্ত বিদ্যালয়।

ধনাঢ্য সব চাঁনুবিনে-
সেতো অনাথ পিতৃহীন,
দুঃখী মায়ের হাতুড় কর্মে-
ক্ষুধার পারি কাটছে দিন।

খুশির ঈদের অভিজাতের-
কেনাকাটার তুখর ধুম,
সেথা চাঁনুবিনে বন্ধুরা সব-
ফেলছেনা কেউ নাকের দম।

পায়ের জুতো গায়ের জামা-
সাজ ভোষনে আধা আনায়,
চাঁনু সবার ভাগ্য জ্যোতি -
সুন্দরে সব কেনার মান।

এবার ক্লান্ত দিনের সন্ধ্যেবেলায়-
চাঁনুর চোখে ঈদের চাঁন্দ।

দেখলো চাঁনু ডাকছে তাঁরে-
সুঁই সুতোতে মায়ের দ্বারে,
জামার কাতে করছে সেলাই-
বাঁকা ঠোঁটের হাসি।

পড়ছে ঝরে হাজার নূরে-
ঢাকছে দুচোখ ঘুমের ঘোরে,
বলছে চাঁনু ঈদ মোবারক-
তোমায় শত ভালোবাসি।

পর সকালে বন্ধুরা সব -
ডাকছে চাঁনু আয়না যাই,
ঐযে জামাত ডাকছে তরা-
হয়তো সময় বেশি নেই।

বলছে চাঁনু হাসি মুখে-
জামার হাতল তিন টুটাতে,
মায়ের হাতে ধরছে সেলাই-
একটি বাকি দুটো শেষ।

শরীর মায়ের নেই ভালো তাই,
আরে দেখতে তোদের-
লাগছে বেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৪/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast