www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ও নাইয়া

ও নাইয়া
আব্দুল কাদির মিয়া
=============
সখী সনে কে আমারে ডাকে
ও নাইয়া,
কে যাও তুমি রুপার তরী বাইয়া।

নিশি জেগে বসে আছি-
অচিল নদীর পাড়ে,
দেখি আমি রুপার পানি,
ঝলমল ঝলমল করে।

পূর্নি শশি বলে হেসে,
আমার দিকে চাইয়া-
ও নাইয়া,
কে যাও তুমি রুপার তরী বাইয়া।

মুক্তা ঝিনুক শঙ্খ নীলা,
প্রবাল মুতির মেলা।
গাইছে শত সখীর রানী,
আমি যে একেলা।

বলছে আমায় চোখের ডাকে,
খেলবে মনের খেলা,
ও নাইয়া,
কে যাও তুমি রুপার তরী বাইয়া।

কালো চিকন পেড়ে শাড়ী,
ধপ ধপে রঙ সাদা।
নৃত্যে নুপুর বাজে ঝুমুর,
খোপায় ফুটা গাঁদা।

ডাকছে আমায় ধিতাং তালে,
আমার দিকে চাইয়া-
ও নাইয়া,
কে যাও তুমি রুপার তরী বাইয়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast