www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই আমি আসছি

এই আমি আসছি
আব্দুল কাদির মিয়া
=============
আর একটু বসোনা গো সোনা
এই আমি আসছি।

চিত্রা পূর্ণিও কেটেছে বাসিতে-
চৈত্রী সংক্রান্তি আজ,
ভিটিতে পরেনি মাটি গোবরের লেপন-
ননদ খোটাতে ধরে লাজ।

কিহে সোনা একটু যাবে কি-
ঐ তাল ডাঙা পাড়ে?

কলসিতে ভরে দিবো জল-
আমি সাঁতরে কমল-
ভেজা পাড়া ফোঁটা ঝরায়,
ঢাল বেয়ে কাঙ্ক্ষে মোর-
নাহি সহে বল।

ভুখনে তোমায় মিনতি বচন-
হায় দুচোখে অলস দেখা পাচ্ছি,
না না...আর একটু বসগো সোনা-
এই আমি আসছি।

পাড়া গাঁয়ে কাল-
সেই হলুদের খেলা,
বৈশাখী লাল পেড়ে-
ছুঁড়ি অবলা,
নতুনের সাজে হৈ রৈ।

দিব্যি আমার আমি কিছু নাহি চাহি-
এবার সাজাবো তোমায় আমি-
ধব ধবে মাহি,
শোভনের যেন প্রীতিময়।

কিগো কান্ত-
তোমার মুখে তবে দেখছি কেন-
ঐ বিমূঢ়ের হাসি?

ক্ষুধার জ্বালা বুঝি-
আর সহেনা?

না না...আর একটু বসো সোনা-
এই আমি আসছি।

নিঃশব্দ নিথরে আজই-
যেন পৃথিবী,
কথাগুলোর সেই শেষ প্রান্তে।

ডাকে বারে বারে-
তিল নাহি সরে,
নহে বিদূরিত-
শুধু ডাকে আরোও ডাকে,
তাঁরই মূর্ছনায় মূর্ছিত-
হৃদয় অশ্রু নহরে ক্ষত,
হে প্রিয়া মোর-
ধমনীর আঁখি নীলাঞ্জন।

আজ আমিই সাজাবো তোমায়-
সেই ধবধবে মিহি শুভ্র-
ভূষণে মোর,
চির নববধূ-
সুরমা আতর গোলাপ আর-
কাফুরে মুড়িয়ে।

হে মোর আত্মার দীপ দীপিকা-
এইতো দেখো তোমার বিদেহী চোখে,
আমিই এসেছি ঐ তাল ডাঙা পাড়ে-
সেই কমলের জলে।

যে পাষাণ তালের ঝরা আঘাতে-
তুমি চির নিদ্রায়,
এইতো আমিই রেখেছি-
তোমায় বুকে জড়িয়ে,
হে আমার তনুশ্রী উজ্জীবিত নাসিকার দম।

তুমি ভয় করোনা-
ঐ আধার ঝিমিত নিশি নির্জন।

সেথা আমিই ধরিবো তোমার-
বেণীতে বাঁধন,
তুলিবো সাতরং বিনে সুতোর মালা-
সেতো আমিই দেখছি।

না না...আর করোনা দেরি-
যাও মোর সোনা,
একটু ঘুমিয়ে থাকো-
এই আমি আসছি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast