www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেই কাল রাত

সেই কাল রাত
আব্দুল কাদির মিয়া
===========
ঘুমিয়ে থাকো হে দেশ প্রহরী সবে
ঐ কালো রাতের কাল-
আর তোমাদের ছুঁইবে নাকো,
অশেষ চিরকাল।

জোনাকিরাই জ্বালিবে আলো-
সারা নিরব নিশি ভরে-
তোমরা শুধু ঘুমিয়ে থাকো,
নিদ্রা সুখের ঘোরে।

সেই লক্ষ্য হাতের মোমের বাতি-
জ্বালাবে যেদিন তোমাদের স্মৃতি,
ডুকরা কেঁদে হায় মাত্তুমে-
মনের পিদিম জ্বেলে।

বিনয় শুধু একবার এসো-
এই সুদূরে,
শশী ভূষণ ঐ নিলয় ছেড়ে-
ওগো- কুসুম বাগের প্রজাপতিরা-
পাখায় উড়া তোলে।

আর কেঁদোনা নেই চোখে জল-
আর ডেকোনা নেই বুকে বল,
তোমাদের সবগুলো কান্না।

জনম জনম ধরে-
জাতির আঁখিতে ভরে,
অশ্রু গড়াবে বুকে-
পুড়ে পুড়ে ধুকে ধুকে,
মায়ার কুঠরে সেতো শোকবন্যা।

হে পৃথিবীর সমুদ্র জলরাশি-
উড়ন্ত বাতাসের গতিসত্ত্বার-
চিরন্তন সত্ত্বাধিকারী।

হে ভূলোকের সপ্ত স্তর ধারক-
শক্তির সত্ত্বা,
মহাপ্রলয়কারী ঈশ্বর।

সাক্ষী তুমি-
সাক্ষী এই বাংলার মাটি,
মরলো যারা-
সব বাঙালীর বুকেই-
ওরা অন্তর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast