www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দোল বাদুড়ে মানিক পরী

দোল বাদুড়ে মানিক পরী
আব্দুল কাদির মিয়া
==============
সাবাশ সাবাশ বীর সৈনিকের দল
সাবাশ বীর বিক্রম।

দেশের তরে লাগাম টেনে-
সব বিনাশী থুকের ঘিনে-
আইন সাড়াশি তুফান জোরে,
ধরো ন্যাশের যম।

এই দেশ আমার এই দেশ তোমার-
এই বঙ্গবন্ধুর দেশে,
শক্তি কি তাঁর বুকের পাটা-
কেউ মিথ্যা লইয়ে আসল বাটা,
কলপে ঢেকে মুখের ছিরি-
দোল বাদুড়ে মানিক পরী,
যে দেশের সত্যা ন্যাশে?

অনেক রক্তের ফোঁটায় ফোঁটায়-
এই বঙ্গ দেশের ছবী,
যার মৃত্যুর পরেও জড়ায়ে রেখেছে-
ওরা চির ঘুমের কবি।

এই সবুজ আর এই শ্যামলে-
ঐ সূর্য উঠা ডুবার কূলে,
উথলে পরা আদর ধরা-
সোনায় ছড়ানো মাটি।

যার তনু মন হৃদয়ে গেঁথে-
সবগুলো সেই বিলিয়ে দিতে,
মরন কি তাঁর না চায় ফিরে-
মনে বাঁধলো মায়ার ঘাঁটি।

ঐ পাগলের দেশটারে আজ-
হোকনা যে কেউ ন্যাশে,
হে মুজিবের সৈনিকের দল-
আমরা সবাই তোমাদের বল,
ভয়গুলো সব ছুঁড়ে ফেলে-
ধরো টুটি তাঁর কষে।

এই মাটিরই তল উপরে-
আমরা সবাই এক শুমারে,
মরলো যারা দেশের তরে-
আমরা তাঁদেরই ভাই।

অভিন্ন মোদের নীতির ধারা-
ন্যায় সোনালী সৈনিক মোরা,
যার খাঁটিতে নেই কোনো খাদ-
নেই কোনো বদ ভয়।

দেশেরই ধন দেশের তরে-
উঠবে বাহারী সাজন ধরে,
ন্যায় নীতির ঐ বঙ্গ ভেলায়-
আমরা যে নাবিক।

লক্ষ্য মোদের বিশ্ব দোরে-
নিঃস্ব ক্ষুধার হাহাকার করে,
আমরা সেবক জাত ভেদাভেদ-
লোভের ধূনিও সব করে ত্যাগ,
জ্বলবে হাতে সত্য মশাল,
পাড় করে সব বদ নিশি কাল-
ধরবো ঠেলে হাতের লগি-
ঠিক রাখবো চলার দিক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast