www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপন ছাড়ি চিতায় বাড়ি

আপন ছাড়ি ভিতায় বাড়ি
আব্দুল কাদির মিয়া
=============
মেলা খুশি খেলা ঘরে
রহে কতক ভায়া।
চলে যাবি বেলা গেলে-
নিচ ঘরে ঘুম পেড়ে,
ভুলে যাবি যত সবই-
ফেলে মিছে মায়া।

নন্দিনী কত জনে-
আজই তোকে সুখ দানে,
রোদে পোড়া ফাগুনে সে-
তুই কিনা ছায়া।

বেওড়া ও ঢালে জল-
তোরই পাতা তাঁরই ফল।
তুই ছেড়ে যেতে বেলা শেষে,
সেতো না দেখিবে চায়া।

ভুলে ভুলে জনম ভরে,
দিবা নিশির আপনারে,
জপ তপ ভব পারের-
পর করে জগতের যে হলো আপন।

খাক যবে ঋণ ধরে,
পাজরের হাড় চুড়ে,
রবেনা সে ভিনে আপন,
হেলা করে ফেলা যেজন,
তোরই ভুলা দিবা নিশির-
সেই ভজনা সাধন।

তবে জীবন উদিত অরুন-
সময়ের ঘরে,
যেন ডুবিতে ডুবিতে বেলা-
নাহি বৃথা মরে।

এইতো সেই শেষ বেলা-
জনমের চাষে,
যাহা শান্তি বিষিত জীবন-
ফলিবে অশেষের।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast