www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি মরোনি

তুমি মরোনি
আব্দুল কাদির মিয়া
===========
বলে আসমানের ঐ তারাগুলো
বলে চাঁদ হেসে হেসে-
ভালোবাসি মোরা,
তুমি বিশ্ব নেতা এক সত্যের প্রদীপ-
বঙ্গবন্ধু সেরা।

শিমুল কদম বেলি কামিনীর দেশে-
ভাসা পদ্ম শাপলা বিলের-
সেই পাড় ঘেষে।

জল ছোঁয়া বটতলে-
বাউলের মেলে-
এক দুতারাতে তুমি,
প্রাণ খুঁজে পেলে।

বঙ্গবন্ধু তুমি একা নও-
সারা বাংলা তলা হলে-
তুমি নাও।

বঙ্গবন্ধু তুমি মরোনি-
আছো বিশ্ব অন্তরে-
বলে ধরণী।

এই পদ্মা মেঘনা যমুনা-
বাংলার কোলে ওরা আছে বুক মেলে-
যেথা হাওড় বাওড়ে বোরো,
রবী শস্যে মিলে আরো খাঁটি সোনা

এই দেশ বাঙালির প্রাণ-
তুমি আছো হৃদয়েতে বিশ্ব খরাস্রোতে-
বৃষ্টির ঝরা তুমি,
মানুষের অধিকারে চির অম্লান-
বঙ্গবন্ধু তুমি একা নও-
সারা বাংলা তলা হলে তুমি নাও।

বঙ্গবন্ধু তুমি মরোনি-
আছো বিশ্ব অন্তরে বলে ধরণী।
হেইয়োরে হেইয়ো হেইয়ো।

আয় ছুটে দেখ চেয়ে দৃশ্য-
অচল চলছে আজই সচলের রেখে বাজি,
মলিন কাঁদেনা হাসে নিঃশ্ব।

ওরা কৃষাণ কৃষাণী সেজে-
লাঙল জোয়াল কাধে-
অনাবাদি জমি চষে,
নাচে মন মুখে গান হেইয়ো-
হেইয়োরে হেইয়ো হেইয়ো।

বলে আসমানের ঐ তারাগুলো-
বলে চাঁদ হেসে হেসে-
ভালোবাসি মোরা,
তুমি বিশ্ব নেতা এক-
সত্যের প্রদীপ,
বঙ্গবন্ধু সেরা।
হেইয়োরে হেইয়ো হেইয়ো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast