www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি গান বুঝিনারে

আমি গান বুঝিনারে
আব্দুল কাদির মিয়া
===========
আমি গান বুঝিনারে
তাঁরই প্রাণ বুঝিনারে-
তবু কেন সুরে আসে কাঁদা।

মন বলনারে তুই বল-
চোখে কেন আসে জল,
ভাবনাতে তোর নিশি কুঞ্জের-
থাকলে বিবেক ধাঁধা।

ঝর্ণাতে সুর কলো কলে-
গর্জনে ধুম সাগর জলে,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর-
সুর বহে সাধ মিষ্টি মধুর,
বাঁশের বাঁশী বাজলে নিশি-
ঘুম কেড়ে নেয় আধা।

আমি গান বুঝিনারে-
তাঁরই প্রাণ বুঝিনারে-
তবু কেন সুরে আসে কাঁদা।

মন বলনারে তুই বল-
চোখে কেন আসে জল,
ভাবনাতে তোর নিশি কুঞ্জের-
থাকলে বিবেক ধাঁধা।

নির্জনে হৃদ ভাব বিরাগী-
খুঁজলো যারে তাঁর,
নেই দেখা সেই দুঃখ অনলে-
হয় হৃদয় পাথর।

সেই পাথর গলে আকাশ ফাঁটা-
নেংটি বাউল সুরে,
সেই জলগুলো সব ভাবের সাধক-
দুচোখ বেয়ে পড়ে।

সেথা দেখলো ঝলক নূরের ছায়া-
খুঁজলো জীবন যারে।
আমি গান বুঝিনারে-
তাঁরই প্রাণ বুঝিনারে-
তবু কেন সুরে আসে কাঁদা।

মন বলনারে তুই বল-
চোখে কেন আসে জল,
ভাবনাতে তোর নিশি কুঞ্জের-
থাকলো বিবেক ধাঁধা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast