www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিরহ বেদনা

বিরহ বেদনা
আব্দুল কাদির মিয়া
===========
ঢের কাছে আছো তুমি বলে
সেজেছিনু মনের হরষে সিঁদুরের তিলক তুলে।
আঁচড়া দিয়ে কাটিনু সিথে-
বেনীতে বেনু ফুল।

নকশি কাটা শাড়ীর অঞ্চলে-
গুজিনু সাধের কূল।
গুনগুনিয়া আনমনা সুরে-
গেয়েছিনু কতনা অজানা গান।

আবেগে তোমার রচনা সবই-
প্রিয়া মোর জীবন রাজন-
তুমি ছিলে যে তাঁরই প্রাণ।

প্রফুল্ল নয়নে রূপমাধুরী ঢেলে-
হৃদয়ে তোমারই ছবি-
এঁকেছিনু কত শত বার বার।

শয়নে স্বপনে পুলকিত বদনে-
প্রেয়সী তোমার তোমারই ধমনিতে-
মিশে গিয়ে হয়েছিনু একাকার।

কতনা আসার দিন গুনিয়াছিনু-
দেবদারু তলায় রোজ ফাগুনের দুপুর ভরে।
আসবে তোমার খবর নিয়ে-
গাঁয়ের পত্রবাহক মিরে।

শেফালী ফুলে গাঁথিনু মালা-
আঁকিয়া মাটিতে তোমারই ছবি।

সেতো গলেতে পরিয়ে ডেকেছিনু-
ওগো মোর বিরহ কবি।

আজ আশার প্রদীপ নিভালে কেন?
যাহা ছিলো মোর সাধনার ধন।

সেতো কাঁদিনি আমি কভু হে সখা-
আজই কাঁদে শুধু-
তোমারই দেয়া মোর হাতের কাকন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast