www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পিকনিক(প্রথম আলো)

পিকনিক(পথম আলো)
আব্দুল কাদির মিয়া
===========
কারো নয়নে ফুল সুন্দর
এক এক নয়নে গাছ,
সাগর সৈকত মেলাই সুন্দর-
কারো নয়নে মাছ।

আকাশ তলে জমিন গুলো-
রং বাহারে সাজন মূলো-
চাষের খেতে সুন্দর আরোও,
আইলে নুলক ফুল।

দিঘি পাড়ের খেজুর দোলা-
লাল বেগুনি পদ্ম নীলা-
কারো চোখে সুন্দর আরোও,
ষোড়শীর খোপার চুল।

এই পৃথিবীর মাটির বুকে-
মানুষগুলোর এক এক চোখে-
কেউ জমিনে কেউ জলেতে-
পাচ্ছে মনের সারা।

যেথা সুন্দরে সুখ আবার লাখো পরাণ-
ফেলছে চোখের ঝরা।
এই চলনের নিয়ম ও নীতির-
সেতো সবই যেন ভাগ্য স্মৃতি-
যাহা মানুষ গড়ার পাঁচ শতকের-
আগেই প্রভুর গড়া।

সে তাই চলছে মানুষ হৃদয় টানে-
অঙ্কিত সেই চিহ্ন মেনে-
সেথা বনভোজন ও ছিলো কারো-
এই জমিনেই ধরা।

তাইতো প্রভু সত্য সত্যের ও সত্য-
তার নেই ক্ষমতার শেষ,
যেথা যেমনি করে তাঁর সাজানো-
বসন ও ভোজন ক্রম সারানো-
রবে সেথা সেই সত্য প্রথা
তেমনি পরিবেশ।

সংক্ষিপ্ত ব্যাখাঃ মানুষ সৃষ্টির পাঁচশত বছর পূর্বেই মহান প্রভু
========মানুষের ভাগ্যকে নির্ধারণ করেছেন। যাহার মধ্যে তাঁর হায়াত,মৃত্যু বাসস্থান ও কর্ম সহ তাঁর সুখ কি দুঃখময় জীবনের প্রতিটি খাদ্য দানা সহ যে উপায়ে এবং যে জায়গাটিতেই বসে তা গ্রহন করবেন সেই স্থান ও পরিবেশেনার ঠিক ঠিক সময়ের মাধ্যমেই তাহা সংঘটিত হবে।
লেখক এখানে সেই কথাই বলেছেন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast