www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্ধ প্রদীপ নিজ শত্রু

অন্ধ প্রদীপ নিজ শত্রু
আব্দুল কাদির মিয়া
============
জ্ঞানের শুধা টোপেই রেখে দিলে?
পান করালে না যদি বুঝিবে কিসে তাহার স্বাদ।
এত খাটুনিতে গড়েছ প্রদীপ,
জ্বালিলে না যদি আধার ই রয়ে গেল,
সরাতে পারিলে না আলো বাঁধ।

হারিবেই যদি জীবনের দ্বারে-
তবে কাড়িলে কেন এমনি শক্তির সংঘাত?
যাহা ন্যায় বিলানোতে ক্ষয় নহে কভু সঞ্চয় অধিক,
নয়তো দহন নির্ঘাৎ।

স্মরণের আসন খানি বিবেকের করা ঘাতে,
সেতো দেখ দেখ যে চাহিয়া ঠিক।
উত্তাল সাগরের বুকে-
হাল ধরা তরী ঠুকে,
ঝিম ঝিম তন্দ্রাতে হারালো যেন পারের দিক।

অবুঝেরা মুখ তুলি চেয়ে আছে হেলি দুলি,
মাতৃ হারা শিশুটির মত।
কত বড় জেনে তোরে-
বড় আশা মনে ভরে।
ভাবে ওরা তোর হাতে আধার ঘুচিবে ওদের যত।

নিজে কিছু পেলি বলে,
আর অমনিতে গেলি ভুলে-
ভাগীদারের সবকিছু পাওনা?

এ হেন ছলনাতে যাহা কিছু পেলি তাতে,
ঠিক যেন মৃত খেকু শৃগালের তুলনা।
নয় সে বহু দূরে ভব ছেড়ে গোর পাড়ে,
আসিবে যেদিন।

ভাগীদারের ন্যায় ধরে কাহ্হারু লইবে যে কেড়ে,
জীবনে অর্জিত প্রদীপ আর বঞ্চিত আলোটুকু,
ঘোর কালো আধারে তোর ঘরে।


টীকাঃ- কাহ্হারু একটি আরবি শব্দ।
==== শেষ বিচার দিবসে মহান আল্লাহ্ তাঁর এক নাম কাহ্হারু
অর্থাৎ অধিক রাগান্বিত বা কঠোর নাম ধারন করে বিচার
কার্য্য সম্পন্ন করিবেন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast