www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভেদে ছোট বড় কে

ভেদে ছোট বড় কে
আব্দুল কাদির মিয়া
===========
আজ আসিয়াছে যে-
বলিবে সবাই বড় সে,
আসিবে যে কাল-
সেতো তাঁর ছোট চিরকাল-
দেখিয়াছো কভু খুঁজিয়াছি তাঁরে?
আদম জন্মের ভেদ বিচারে।

কিসে চিনিবো ছোট-
কেবা কিসে আসল বড় কে-
আদম পৃষ্ঠে বাহু স্পর্শে রব-
আসিলো শুরুতে যে বা তাই,
বড় সেইতো চিনিবে সৎ কর্মে স্বর্গ ছাড়া-
তাঁর অন্য নেই।

অন্ত বারে আসিলো যে বা-
নেই দ্বিধা তাঁর অন্য আর,
ছোট সেইতো চিনিবে বদ কর্মে-
করিবে নরক আবিষ্কার।

ওরা বেঁধেছে সবাই একই সারি-
আসিবে তাঁদের ক্ষণিকের বাড়ি,
আগে যেজন আসিলো ভবে-
পরের সেজন ছোট তাঁরই।

তবে আগে ও পরে আসার তরে-
বুঝিবেনা জন্ম বড় কে।
তেন প্রাসাদ আর নিঃস্বের নয় সে হিসাব-
ছোট বড় এ বা সে।

জন্মদাতা নয়তো ছোট-
সবার তরে বড় সে,
কর্মে তবুও হবে পরিচয়-
ভেদে ছোট বড় কে।

হীরক প্রবাল গর্ব করে-
মিথ্যে বড় হইব না আর,
এসো ধুনট মেরে খর্ব জেরে-
স্বর্গ করি অন্তিম সার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast