www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নষ্টা হলাম ছলে

নষ্টা হলাম ছলে
আব্দুল কাদির মিয়া
===========
ক্ষুধার তাড়নায় গিয়ে ছিলাম কৃষক মোল্লার বাড়ী
ঢেঁকি পাড়াতে রাত্রি দ্বিপ্রহর ধরে।
ফিরতে পথে নেশা চোর দল,
বাড়ীর কাতে দেখিলো হঠাৎ করে।
গাঁয়ের চেংরা মোড়ল ওরা,
কাঁপায় সমাজ কূলে।

ঠাকুর ও যাদের চোখ দেখিলে পৈতা ফেলে খুলে।
তারীর আসর জমাতে ওদের দেইনি যে মোর ঘরে।
জেদ ধরিলো তাইতো ওরা,
গাঁ যে আমায় করবে হারা,
পারে যেমনি করে।

গাঁয়ের সালিসে ডাকিলো আমায়,
ওদের মিথ্যে ছলে-
ভয় করিনি কিছুই যে তাঁর,
স্বাক্ষী মেনেছি কৃষক মোল্লার।
জট লাগানো পুটলি ওদের,
ভিজিয়ে খাওয়াবো জলে।

গাঁয়ের পাঁচে করিতে ঝেড়া,
স্বাক্ষী ডাকের পড়িলো সাড়া,
কৃষক মোল্লা বলে-
আড়াল থেকে এক চেংরা মোড়ল,
দুই চোখ তাহার দেখিতে খোড়াল,
চোয়াল দাঁতে ভেংচি কেঁটে-
পাজন ভিজিয়ে তেলে।

বলে সত্যি কথা বলবি যদি,
আখের গুছে গোল্লায় যাবি,
বুকের ছাতী পাইবিনে আর,
ছেলেপুলোর ভাঙবো যে ঘাড়,
ন্যাশ করিবো ধানের খামার,
চড়াবো তোকে শূলে।

ফিস ফিসিয়ে কথাগুলো-
দিলো মোল্লার কানে তুলে।
শুনিয়া মোল্লা মরন কথা,
গরম হলো চান্দী মাথার,
তখনি অল্প অল্প দেখে যে-
চোখে টুপি ভিজিলো জলে।

ভূরির ডাকে এমনিতে তাঁর-
ওজু খানি গেলো চলে।
থর থরিয়ে কাঁপিতেছে বুড়ো,
শালিসির কাজ করিলো শুরু,
পাঁচের একে বলিলো বুড়ো-
কাঁপিতেছ কেন তুমি?

রাত্রি করে তোমার ঘরে,
ঢেঁকি ভানিতে বিবাদিনী,
গিয়েছিলো নাকি সত্য বল শুনি।
মোল্লা বলে কাঁপিতেছি আমি-
মরন ডরে,
যাইবে কি কেউ আমার গোরে?
ঐ তেমনি মিথ্যে বলিয়া বাঁচিতে,
দেখাতে পারো পথটি?

গাঁয়ের চেংরা মোড়ল দলে,
লাফিয়ে উঠিয়া বলে-
বুঝিতে বাকি নেই যে বোড়া,
তাইতো গাঁ মোর করিলো হারা,
আমি কিনা কলঙ্কিনী!
আমি কিনা নষ্টা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast